সিদ্ধিরগঞ্জে চায়ের দোকানে যুবকের হাত-পায়ের রগ কর্তন

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০১৭, ২২:৪৫
অ- অ+
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি মজিববাগ এলাকায় চায়ের দোকানে টেবিলে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি পক্ষের লোকজন সাকিব হোসেন নামে এক যুবকের হাত-পায়ের রগ কেটে দিয়েছে। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে প্রথমে ১০০ শয্যা বিশিষ্ট নারায়াণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় এলাকাবাসী ইসমাইল নামে একজনকে আটক করে গণধোলাই দিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা করতে আসেনি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চায়ের দোকানের একটি টেবিলে বসাকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের জের ধরে সাকিব হোসেন ও ইসমাইল হোসেনের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে ইসমাইল হোসেন ও তার লোকজন সাকিব হোসেনকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দেয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী জড়ো হয়ে ইসমাইল নামে একজনকে গণধোলাই দিয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফত উল্ল্যাহ জানান, সংঘর্ষে উভয় পক্ষের লোকজনই আহত হয়েছে। এখনো কেউ থানায় অভিযোগ করেনি।

(ঢাকাটাইমস/২১মার্চ/প্রতিনিধি/জেডএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক ক্রিকেটেও নিষিদ্ধ হচ্ছে সাকিবের বোলিং, কী বলছে আইসিসির নিয়ম
বেনাপোল বন্দর দিয়ে ২৫ দিনে ৩৩২০ টন চাল আমদানি
বিআরটি করিডোর: গুলিস্তান-গাজীপুর রুটে বিআরটিসির এসি বাস চলাচল শুরু রবিবার
‘দেশবাসী জামায়াতে ইসলামীর শাসন দেখতে চায়’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা