সিদ্ধিরগঞ্জে চায়ের দোকানে যুবকের হাত-পায়ের রগ কর্তন

প্রকাশ | ২১ মার্চ ২০১৭, ২২:৪৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি মজিববাগ এলাকায় চায়ের দোকানে টেবিলে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি পক্ষের লোকজন সাকিব হোসেন  নামে এক যুবকের হাত-পায়ের রগ কেটে দিয়েছে। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে প্রথমে ১০০ শয্যা বিশিষ্ট নারায়াণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় এলাকাবাসী ইসমাইল নামে একজনকে আটক করে গণধোলাই দিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা করতে আসেনি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চায়ের দোকানের একটি টেবিলে বসাকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের জের ধরে সাকিব হোসেন ও ইসমাইল হোসেনের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে ইসমাইল হোসেন ও তার লোকজন সাকিব হোসেনকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দেয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী জড়ো হয়ে ইসমাইল নামে একজনকে গণধোলাই দিয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফত উল্ল্যাহ জানান, সংঘর্ষে উভয় পক্ষের লোকজনই আহত হয়েছে। এখনো কেউ থানায় অভিযোগ করেনি।

(ঢাকাটাইমস/২১মার্চ/প্রতিনিধি/জেডএ)