ইতালিতে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন

ইউরোপ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মার্চ ২০১৭, ১০:৩৯

পরিচ্ছন্ন বিশ্বস্ত রাজনীতির প্রতীক সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের শেষ ইচ্ছা ভৈরবকে জেলা ঘোষণার দাবি জানিয়েছে ইতালিস্থ ভৈরব প্রবাসীরা।

সাবেক রাষ্ট্রপতির ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইতালিস্থ কিশোরগঞ্জ জেলা সমিতি, ভৈরব পরিষদ, ভৈরব পল্লী সমিতির আয়োজনে সোমবার সন্ধ্যায় ইতালির রাজধানী রোমের একটি রেস্টুরেন্টে দোয়া মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা প্রয়াত জিল্লুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী নিয়ে বলেন, জিল্লুর রহমান ছিলেন বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে ওয়ান ইলেভেনে লোভ লালসাকে ঊর্ধ্বে রেখে আওয়ামী লীগের দায়িত্ব পালন করেছেন। সততা এবং মুজিব আদর্শকে ধরে রাখায় বাংলাদেশে সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হন।

আলোচনা সভায় ভৈরব আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন। মহান এই নেতার মৃত্যুবার্ষিকী পালন করায় তার পুত্র সংসদ সদস্য নাজমুল আহসান পাপন আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞা প্রকাশ করেন।

ইতালিস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির উপদেষ্টা মনিররুজ্জামান মনিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কবির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ভৈরব পরিষদ ইতালির প্রধান উপদেষ্টা হাজী বাহার উদ্দিন।

এ সময় বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি শেখ ইসহাক, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, মো. আল আমিন মিয়া, জাকির হোসেন, ভৈরব পরিষদের সভাপতি আব্দুল হোসাইন কেনু মিয়া, সাধারণ সম্পাদক লোকমান হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত মিয়া, সাংগঠনিক সম্পাদক রাসেল রানা, সহ-সংগঠনিক সম্পাদক মো. শাহিন মিয়া।

আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ভৈরব পরিষদের সিনিয়র সহ সভাপতি মুখলেছুর রহমান শিপন, বিশেষ বক্তা ছিলেন কিশোরগঞ্জ জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক জি.আর মানিক। এ সময় ইতালিস্থ কিশোরগঞ্জ জেলার নারী পুরুষ দলমত নির্বিশেষে উপস্থিত ছিলেন। ভৈরবকে জেলা ঘোষণার দাবি জানিয়েছেন ইতালিস্থ ভৈরব প্রবাসীরা।

(ঢাকাটাইমস/২২মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :