প্রস্তুতি ম্যাচ

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ মার্চ ২০১৭, ১০:৫৮ | প্রকাশিত : ২২ মার্চ ২০১৭, ১০:৪৪

মূল লড়াইয়ের আগে আজ ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলনেতা মাশরাফি বিন মর্তুজা।

কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল ১০.৩০টায় ম্যাচটি শুরু হয়। মাশরাফি বিন মুর্তজা নেতৃত্বে বাংলাদেশ আর মিলিন্দা শ্রীবর্ধনের অধিনায়কত্বে মাঠে নেমেছে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ।

প্রস্তুতি ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে চার তারকা ক্রিকেটার-সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান এবং শুভাশিস রায়কে।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হলেও ওয়ানডে সিরিজ জয়ে আশাবাদী বাংলাদেশ। সেই লক্ষ্যে মূল লড়াইয়ের আগে প্রস্তুতি সারছেন মুশফিক-সৌম্যরা।

এদিকে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কুসল জানিথ পেরেরা, দিলশান মুনাবিরা, ধনঞ্জয়া ডি সিলভা, চতুরঙ্গা ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, সচিথ পাথিরানাদের নিয়ে শক্তিশালী দল গড়েছে শ্রীলঙ্কা।

প্রস্তুতি স্কোয়াড (বাংলাদেশ):

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, শুভাগত হোম, নুরুল হাসান সোহান, আবুল হাসান রাজু এবং মোহাম্মদ সাইফ উদ্দিন।

প্রস্তুতি স্কোয়াড (শ্রীলঙ্কা):

মিলিন্দা শ্রীবর্ধনে (অধিনায়ক), কুশাল জানিথ পেরেরা, দিলশান মুনবেরা, সান্দুন রেকাকোডি, ধনঞ্জয় ডি সিলভা, চতুরঙ্গ ডি সিলভা, থিসারা পেরেরা, লাহিরু মাদুসাঙ্কা, দাসুন সানাকা, আকিলা ধনঞ্জয়া ও সাচিথ পাথিরানা।

(ঢাকাটাইমস/২২মার্চ/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :