যশোরে শ্বশুর বাড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মার্চ ২০১৭, ১৩:৪৪
ফাইল ছবি

যশোরে জহির হোসেন নামে এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে জেলার সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামে শ্বশুর বাড়িতে তার মৃত্যু হয়।

নিহত জহির যশোর সদরের চাউলিয়া গ্রামে মামা বাড়িতে থাকতেন। তার বাবার নাম অকিল উদ্দিন।

নিহতের মামা চাউলিয়া গ্রামের সাইফুল ইসলাম দাবি করেন, তার ভাগ্নে জহিরকে হত্যার পর মুখে বিষ ঢেলে দেয়া হয়েছে। সে দিনমজুরের কাজ করত এবং মামাবাড়ি থেকেই মানুষ।

তিনি জানান, জহির তার ভায়রা ভাই কচুয়া গ্রামের লিটন মোল্যার কাছ থেকে একটি জমি বন্ধক নেন ৬০ হাজার টাকা দিয়ে। কিন্তু লিটন সেই জমির ফসলও দেয় না আবার বন্ধকের টাকাও ফেরত দেয় না। মঙ্গলবার সকালে জহির কচুয়া গ্রামে যান লিটনের কাছ থেকে পাওনা টাকা আনতে। তিনি জানান, রাতে খবর পান তার ভাগ্নে কীটনাশক পান করেছে। খবর শুনে তিনি সেখানে গিয়ে দেখতে পান ভাগ্নে অসুস্থ হয়ে পড়ে আছে। তার বাম চোখ এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এরপর জহিরকে উদ্ধার করে রাত ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নুসরাত জাহান মৌরিন শ্রমিক জহিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, কীভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না বলে জানানো হয়েছে।

কোতয়ালি থানার ওসি (তদন্ত) আবুল বাসার বলেন, জহিরের মৃত্যুর ঘটনায় তার পরিবার থানায় এসেছিল। এ ঘটনায় অপমৃত্যু মামলা হচ্ছে।

(ঢাকাটাইমস/২২মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :