বগুড়ায় ১৩০০ ফেনসিডিলসহ পাইকারি মাদক বিক্রেতা আটক

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মার্চ ২০১৭, ১৮:০২

বগুড়ায় মাদকদ্রব্য বিক্রির দায়ে রফিক রহমান (২৫) নামে যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ এর সদস্যরা। এসময় তার বাসা থেকে ১৩০০ বোতল ফেনসিডিল, চারটি সিসিটিভি, একটি মনিটর ও মাদক বিক্রির নগদ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়। সে এলাকার ‘আলোচিত’ পাইকারি মাদক বিক্রেতা বলে জানায় র‌্যাব।

বুধবার বেলা ১১টায় শহরের নামজগড় এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়।

দুপুরে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডারের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসানের নের্তৃত্বে বগুড়া সদর থানাধীন নামাজগড় গোরস্থান ট্রাক ট্রার্মিনালের উত্তর পাশে অভিযানে যায় র‌্যাব। এসময় বাবলু মন্ডলের ছেলে রফিক রহমানের বাসা থেকে ১৩০০ বোতল ফেনসিডিল, চারটি সিসি ক্যামেরা, একটি মনিটর ও মাদক বিক্রয়ের নগদ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়। রফিক তার ২য়তলা বাসভবনের নিচ তলার আন্ডার গ্রাউন্ডে অভিনব কায়দায় ফেনসিডিলগুলো রেখেছিল। তার ওই বাড়িটি সার্বক্ষণিক সিসি টিভি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হতো। রফিক দীর্ঘদিন ধরে বগুড়ায় মাদকের পাইকারী বিক্রেতা বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন র‌্যাব কর্মকর্তরা।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ হোসেন জানান, এবিষয়ে থানায় এখনো মামলা হয়নি।

(ঢাকাটাইমস/২২মার্চ/ওপি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :