যোশি নন, সাকিবদের স্পিন কোচ অন্য কেউ?

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মার্চ ২০১৭, ১৯:১৮

একজন স্পিন কোচ হলেই জাতীয় দলের কোচিং স্টাফ পরিপূর্ন হয়।গত বছরের আগস্টে বরখাস্ত করা হয় স্পিন কোচ রুয়ান কালপাগে।এরপর থেকেই শূন্য এই পদ। স্পিন কোচ নিয়োগ প্রসঙ্গে অনেক কথাই হয়েছে বিগত মাসগুলোতে।

ভারত সফরে থেকেই স্পিন কোচ দলের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়েছিল বিসিবি। কিন্তু ভারত সফর শেষে হয়েছে, শ্রীলঙ্কা সফরেও স্পিন কোচ নিয়োগ দিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক আকরাম খান জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই স্পিন কোচ ঠিক করে ফেলার কথা।

ভারতের সাবেক স্পিনার সুনীল যোশিকে অবশ্য চূড়ান্ত করে ফিলেছিল বিসিবি। কিন্তু সমস্যা হয় যোশির পক্ষ থেকে। অন্য জায়গায় ব্যস্ত থাকায় তিনি নাকি বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে পারেননি।

তবে কী নতুন কাউকে স্পিন কোচ নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি? আকরাম খানের কথাই সেটা স্পষ্ট। তিনি বললেন,‘আমরা দুই-তিনটা নাম বেছে নিয়েছি। আমরা বসে সিদ্ধান্ত নেবো। যে ভালো হবে তাকেই আমরা নেয়ার চেষ্টা করবো। আমরা বসে দেখবো কে ভালো। পরে তাকে আমরা নেয়ার চেষ্টা করবো। আপাতত কাইকে চূড়ান্ত কর হয়নি।’

(ঢাকাটাইমস/২২মার্চ/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :