রাজশাহীতে মাদক বিক্রি ছাড়ার ঘোষণা ১০৫ জনের

রাজশাহী ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মার্চ ২০১৭, ২১:০৩

রাজশাহী মহানগরীর ১০৫ জন মাদক বিক্রেতা তাদের মাদকের কারবার ছাড়ার ঘোষণা দিয়েছেন। বুধবার বিকেলে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক অনুষ্ঠানে তারা মাদক ব্যবসা পরিত্যাগ করে সুন্দর জীবনযাপনের অঙ্গীকার করেন।

নগরীর শাহমখদুম থানা চত্বরে মাদক ব্যবসা পরিত্যাগকারীদের পুনর্বাসন ও সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘোষণা দেন তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরএমপি কমিশনার শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন আরএমপির উপ-কমিশনার (পূর্ব) আমির জাফর।

এ ছাড়াও অনুষ্ঠানে আরএমপির উপ-কমিশনার তানভীর হায়দার চৌধুরী, একেএম তৌহিদুল ইসলাম, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি, মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম, মতিহার জোনের সিনিয়র সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায়, শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।

আরএমপি কমিশনার মাদক বিক্রি পরিত্যাগকারীদের শপথবাক্য পাঠ করান। পরে তাদের মধ্যে থেকে কয়েকজনকে নগদ টাকা, সেলাই মেশিন ও ভ্যানগাড়ি দিয়ে পুনর্বাসিত করা হয়।

(ঢাকাটাইমস/২২মার্চ/আরআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :