ব্রিটিশ পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ মার্চ ২০১৭, ২৩:০৬ | প্রকাশিত : ২২ মার্চ ২০১৭, ২১:৪২

লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট ভবনের বাইরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। পার্লামেন্ট ভবনের কাছে ওয়েস্টমিনস্টার সেতুতে একটি গাড়ি পথচারীদের উপরে চালিয়ে দেয়া হলে একজন নারী নিহত এবং অন্তত চারজন আহত হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। ব্রিটিশ পুলিশ এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে আখ্যা দিয়েছেন। হাউস অব কমন্সের নেতা ডেভিড লিডিংটনের বরাত দিয়ে বুধবার রাতে এ খবর প্রকাশ করেছে বিবিসি।

পুলিশ জানায়, পার্লামেন্ট ভবনের বাইরে এক হামলাকারীর ছুরিকাঘাতে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পরে সশস্ত্র পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন। হামলাকারী গাড়ি পার্লামেন্ট ভবন সংলগ্ন সেতু অতিক্রম করার সময় কয়েকজন পথচারীর উপর তুলে দেয়। এরপর সেতুর রেলিং-এ গিয়ে গাড়িটি ধাক্বা দেয়।

পুলিশ আরও জানায়, পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন এ ঘটনায় আহত হয়েছেন। এই ঘটনার একটি পূর্ণ সন্ত্রাসবিরোধী তদন্ত চলছে।

ব্রিটিশ এমপিরা জানাচ্ছেন, তারা তিন থেকে চারটি গুলির শব্দ শুনেছেন। ডাউনিং স্ট্রিটের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী থেরেসা মে নিরাপদে আছেন।

লন্ডন মেট্রোপলিটান পুলিশ কমান্ডার বিজে হ্যারিংটন এই হামলার ঘটনায় আহতদের ব্যাপারে নিশ্চিত করে তথ্য জানাতে পারেননি।

দেশটির পার্লামেন্টের এক কর্মকর্তা জানান, পার্লামেন্টের বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ কারণে পার্লামেন্ট ভবন বন্ধ করে দেওয়া হয়েছে। হাউস কমন্সের অধিবেশন স্থগিত করা হয়েছে। পার্লামেন্ট সদস্যদের নিজ নিজ কার্যালয়ে থাকতে বলা হয়েছে।

বিবিসির সংবাদদাতা ঘটনাস্থল থেকে জানাচ্ছেন অন্তত ১২ জন সেতুর উপরের হামলায় আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

(ঢাকাটাইমস/২২মার্চ/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :