পিরোজপুরে কঁচা নদীর সেতু নির্মাণে জমি অধিগ্রহণ শুরু

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মার্চ ২০১৭, ২৩:৫২

পিরোজপুরের কঁচা নদীর ওপর দেশের অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে জমি অধিগ্রহণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

দেশের অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুটির দৈঘ্য ১.৪৯ কিলোমিটার। এটি নির্মাণে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৮৩০ কোটি টাকা। এর মধ্যে ৬৫৫ কোটি টাকা চীন সরকার সহায়তা দেবে।

বুধবার পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম সোহবার হোসেন এ বিষয়টি নিশ্চিত জানান, পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা ও কাউখালী উপজেলার বেকুটিয়া এলাকায় অধিগ্রহণ করা জমি পরিদর্শন করেছেন। এসময় ভূমি অফিসের সার্ভেয়ারের মাধ্যমে অধিগ্রহণ করা জমির সীমানা নির্ধারণ করেন।

চীন সরকারের সঙ্গে ২০১৬ সালের নভেম্বর মাসে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকারের অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১৭ থেকে ২০১৯ সাল মেয়াদের সেতুটি নির্মাণ শুরু হবে।

সেতুটি নির্মিত হলে বরিশাল বিভাগের সঙ্গে খুলনা বিভাগের সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্মুক্ত হবে।

(ঢাকাটাইমস/২২মার্চ/এসএমআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :