মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মুলজান এলাকায় বাসচাপায় তরিকুল ইসলাম সোহাগ নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের খালাতো ভাই তৌফিকুর রহমান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তরিকুল যশোরের চৌগাছা উপজেলার চাঁদপুর গ্রামের মহসিন হোসেনের ছেলে।
গোলড়া হাইওয়ে থানার উপ-পরির্দশক (এসআই) আলমগীর হোসেন জানান, সকালে ঢাকা থেকে খালাতো ভাই তৌফিকুরকে সঙ্গে নিয়ে যশোর যাচ্ছিলেন তরিকুল। মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় পৌঁছার পর পাটুরিয়াগামী যাত্রীসেবা পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক তরিকুল নিহত হয়। আহত হয় তৌফিকুর।
আলমগীর হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে।
ঢাকাটাইমস/২৩মার্চ/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন