সন্তানের ঝগড়া থামাতে গিয়ে বাবার মৃত্যু, দুই ছেলে আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মার্চ ২০১৭, ১৭:১৩

দুই ছেলের বিবাদ মেটাতে গিয়ে মাটিতে পরে ব্যাথা পেয়েছিলেন বৃদ্ধ বাবা। পরে হাসপাতালে মারা যান তিনি। জরুরি বিভাগে তাকে নিয়ে আসার পর পুলিশকে মারামারির তথ্য জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর মরদেহ নিয়ে আসতে গেলে দুই সন্তানকে আটক করে পুলিশ।

ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর সিংগিয়া ছোট খোঁচাবাড়ি এলাকায়। আটক হওয়া দুই জন হলেন ৫৫ বছর বয়সী আফতাব উদ্দিন ও ৩৫ বছরের হিরা মিয়া।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান ঢাকাটাইমসকে জানান, গত ২১ মার্চ আব্দুল খালেকের দুই ছেলের মধ্যে বিরোধ বাধে। ঝগড়া থামাতে তিনি এগিয়ে গেলে এক পর্যায়ে মাটিতে পড়ে যান। বুধবার সকালে হাসপাতালে মারা যান তিনি। তিনি বলেন, ‘দুই ছেলেকে আটক করা হলেও পরিবারের কারো পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ গেলে মামলা নেওয়া হবে।’

আব্দুল খালেকের মেঝো ছেলে মানিক ঢাকাটাইমসকে বলেন, ‘বাবা পরে যাওয়ার পর জ্ঞান হারিয়ে ফেলে। এতে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। ভর্তির সময় কারণ হিসেবে মারামারির কথা উঠলে হাসতালের জরুরি বিভাগ পুলিশ খাতায় নাম উঠায়। কিন্তু বাবাকে আমার কোন ভাই আঘাত করেনি। বাবা তাদের বিরোধ মেটানোর জন্য যাওয়ার সময় পড়ে যায়। হাসপাতালে পুলিশের খাতায় নাম উঠার কারণে আমার দুই ভাইকে হাসপাতাল থেকে আটক করা হয়েছে। এখন এ নিয়ে আমাদের পরিবার বিপাকে পড়েছি।’

ওই ঘটনার প্র্রত্যক্ষদর্শী মিজানুর রহমান বলেন, ‘ছেলেদের আঘাতে খালেক চাচা অসুস্থ হয়নি। আমরা প্রতিবেশীরা ঝগড়া মেটানোর সময় হঠাৎ দেখি খালেক চাচা মাটিতে পড়ে যান। পরে সবাই মিলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। বুধবার খালেক চাচার মৃত্যু খবর শুনলে আমরা হতবাক হয়ে পড়ি।’

ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন আবু খায়রুল কবির বলেন, ‘এই বৃদ্ধর মৃত্যুর কারণ হৃদরোগ বলে ধারণা করছি আমরা।’ তিনি বলেন, ‘জরুরি বিভাগে কোন রোগী ভর্তি হলে তার কারণ জানতে চাওয়া হয়। মারামারি বা দুর্ঘটনার কারণ হলে পুলিশ খাতায় নাম উঠানো হয়। আমরা তাই করেছিলাম।’

জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাল মাস্টার ঢাকাটাইমসকে বলেন, ‘আমি তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়েছি। দুই ভাইয়ের বিরোধ মেটানোর সময় আব্দুল খালেক সামনে আসতে পরে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন বলে পারিবারিক সূত্রে জেনেছি। পরে জানতে পারি বৃদ্ধার দুই ছেলেকে পুলিশ আটক করেছে।’

(ঢাকাটাইমস/২৩মার্চ/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :