গাজীপুরে বিদ্যুৎ চুরির দায়ে পাঁচ লাখ টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মার্চ ২০১৭, ১৭:৩৬
ফাইল ছবি

গাজীপুর সিটি করপোরেশনের পানিশাইল ও মাধবপুর এলাকায় বিদ্যুৎ চুরির দায়ে দুইজনকে পাঁচ লাখ ৩৯ হাজার ৫৬৭ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন পারভীন।

গাজীপুর পল্লীবিদ্যুৎ শাখার ডিজিএম (টেকনিকেল) মো. হারুন অর রশিদ জানান, গাজীপুর সিটি করপোরেশনের পানিশাইল ও মাধবপুর এলাকায় অভিযান চালায় গাজীপুর পল্লী বিদ্যুতের ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার দায়ে পানিশাইল এলাকার মো. সোহেল মোল্লাকে তিন লাখ ৩০ হাজার ১৪৩ টাকা এবং মাধবপুর এলাকার মো. আলমগীর হোসেনকে দুই লাখ নয় হাজার ৪২৪ টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর পল্লীবিদ্যুৎ শাখার ডিজিএম (টেকনিকেল) হারুন অর রশিদ, কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম মো. মুখলেছুর রহমান, এজিএম নুরুল ইসলাম, গাজীপুর জোনাল অফিসের এজিএম জুনায়দুর রহমানসহ পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও পুলিশ প্রশাসন।

(ঢাকাটাইমস/২৩মার্চ/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :