মির্জাপুরে মুনসুর আলী বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপিত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মার্চ ২০১৭, ২০:১১

টাঙ্গাইলের মির্জাপুরের বাঁশতৈল ইউনিয়নের মো. মনসুর আলী উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন হয়েছে। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনাও দেয়া হয়।

বৃহস্পতিবার উদযাপিত সুবর্ণ জয়ন্তী ও সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের নবীন প্রবীণ শিক্ষার্থীদের মিলন মেলার সৃষ্টি হয়।

অর্ধশত বছর অতিক্রম করা এই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী দেশের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ছাড়াও অনেকে দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হয়েছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে দীর্ঘদিন পরে তারা একত্রিত হলে বিদ্যালয় মাঠে আনন্দ উৎসব বিরাজ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মনজুরুল কাদের বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক ও বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক বিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. ডালেম চন্দ্র বর্মণ, সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের উপধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য মো. ছাইদুর রহমান খান বাবুল, বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মিল্টন, দেওহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের একপর্বে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বিদায়ী শিক্ষক আলহাজ্ব আব্দুর রাজ্জাক বিএসসি, সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদের, শরীরচর্চা শিক্ষক আব্দুর রহমান, সহকারী শিক্ষক আওলাদ হোসেন, মো. শামস্ উদ্দিন ও ইয়ারত আলীসহ ছয়জন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।

বিকেলে বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা ছাড়াও দেশের খ্যাতনামা শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এমজেএইচ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :