গাড়িচালকের মামলায় বগুড়া জিলা স্কুলের গ্রেপ্তার প্রধান শিক্ষকের জামিন

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মার্চ ২০১৭, ২০:১৪

আওয়ামী লীগ জেলা সভাপতি মমতাজ উদ্দিনের গাড়িচালকের মামলায় বগুড়া জিলা স্কুলের গ্রেপ্তার প্রধান শিক্ষক রমজান আলীকে জামিন দিয়েছে আদালত।

বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম তাকে জামিন দেন। বুধবার রাত ১১টার দিকে ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার বিকালে ওই শিক্ষককে গ্রেপ্তার করার জন্য আ.লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা ডিসি কার্যালয়ও ঘেরাও করেন। ওই সময় সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসককে একটি স্মারকলিপি দেন তারা।

প্রসঙ্গত, মঙ্গলবার বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের নাতিকে স্কুল থেকে আনার জন্য গাড়িচালক নজরুল ইসলাম সকাল সাড়ে ১০টায় জিলা স্কুলে প্রবেশ করে। স্কুল মাঠে গাড়ি প্রবেশ করানোর কারণে প্রধান শিক্ষক রমজান আলী ছাত্রদের দিয়ে গাড়িটি ভাঙচুর করার অভিযোগ ড্রাইভার নজরুলের। পরে ওই দিন সন্ধ্যায় নজরুল ইসলাম প্রধান শিক্ষক রমজান আলীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করে।

(ঢাকাটাইমস/২৩মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :