বিজিবির গুলিতে নিহত পাঁচ পরিবারে কান্না থামেনি

সৈয়দ মাহ্ফুজ রহমান, পিরোজপুর থেকে
 | প্রকাশিত : ২৩ মার্চ ২০১৭, ২২:৫৫

২০১৬ সালের ২২ মার্চ ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের নির্বাচনের ভোটের দিন পিরোজপুরের মঠবাড়িয়ার সাফা ডিগ্রি কলেজ কেন্দ্রের সামনে বিজিবির গুলিতে নিহত হন পাঁচ গ্রামবাসী। এ ঘটনার এক বছর পার হলো গতকাল। গুলিতে নিহতের পরিবারের এখনও চাঁপা কান্নার আওয়াজ শোনা যায়। বিজিবির গুলিতে নিহত ৫ জনের পরিবারের বৃদ্ধ মা-বাবা, স্ত্রী শিশু সন্তান নিয়ে তাদের সংসার আজ দুর্বিসহ হয়ে উঠেছে। নিদারুণ কষ্টে তারা দিনাতিপাত করছেন। কেউ ছেলে হারানোর শোকে কাতর, কেউবা বিধবা হয়েছেন, কেউ জন্ম নিয়েছে বাবা হারা (এতিম) হয়ে।

সংসারের একমাত্র উপার্যানাক্ষম ব্যক্তিদের হারিয়ে পরিবারগুলো আজ এলোমেলো হয়ে গেছে। কারো স্ত্রী, কারো বৃদ্ধ মা আজ অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে জীবিকা নির্বাহ করছেন।

স্থানীয় সরকার নির্বাচন হলেও প্রথমবারের মতো রাজনৈতিক দলের দলীয় সমর্থন ও দলীয় প্রতীকের নির্বাচনে গত বছর ২২ মার্চ ভোটগ্রহণ হয়। জাল জালিয়াতের অভিযোগে সন্ধ্যার পর মঠবাড়িয়া উপজেলার ২নং ধানীসাফা ইউপি নির্বাচনে সাফা ডিগ্রি কলেজে’র ৯নং ওয়ার্ডের ভোটকেন্দ্রে আ.লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হারুন-অর-রশিদের প্রাপ্ত ভোটের ৭শ ৪৬ ভোট বাতিল ঘোষণা করেন নির্বাচনে দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এসময় স্থানীয় জনতা তাদের সমর্থিত প্রার্থীর পক্ষে বাতিল ভোটের বৈধতার দাবিতে কেন্দ্র অবরুদ্ধ করে রাখেন। পরবর্তীতে নির্বাচন পরিচালনাকারী কর্মকর্তার ওপর হামলা ও ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার চেষ্ট চালান। এসময় স্থানীয় জনরোষ থেকে বাঁচতে দ্বায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে বিজিবি-পুলিশ অবরোধ ছত্রভঙ্গ করতে গুলি চালায়। এতে ৫ যুবকের মৃত্যু হয়।

গুলিতে বেসরকারি চাকরিজীবী সোহেল মাতুব্বর, দিনমজুর বেল্লাল মোল্লা, অটোরিকশা চালক কামরুল মৃধা, শাহাদাৎ হোসেন ও কলেজ ছাত্র সোলায়মান তালুকদারের মৃত্যু হয়। উপার্জনক্ষম মানুষগুলোকে হারিয়ে পরিবারগুলো পড়েছে চরম বিপাকে। অর্ধহারে-অনাহারে কাটছে তাদের দিন।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত সোহেল মাতুব্বর ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ভোটের উপলক্ষে গ্রামে এসেছিলেন। সোহেলের পিতা ফজলু মাতুব্বর সাংবাদিকদের বলেন, সোহেল ছিলেন আওয়ামী লীগের কর্মী। সন্ধ্যায় খবর আসে সাফা ডিগ্রি কলেজ কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর ৭শ ৪৬টি ভোট বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। ওই ভোট বৈধ করার দাবিতে সোহেলও সেখানে গিয়ে অবস্থান নেন। এসময় বিজিবি গুলি করে। গুলিবিদ্ধ হয়ে সোহেল সড়কের ওপর লুটিয়ে পড়লে বিজিবির গাড়ি সোহেলকে চাপা দিয়ে চলে যায়। গাড়ির চাকায় পিষ্ট হয়ে সোহেলের মাথার মগজ বের হয়ে যায়। গুলিবিদ্ধ আহত মানুষটাকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়।

তিনি বলেন, সোহেলের স্ত্রীকে ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ একটি সেলাই মেশিন দিয়েছেন। সেলাই মেশিন দিয়ে আয় করে তিনি দুই সন্তান নিয়ে সংসার চালাচ্ছেন।

নিহত বেল্লাল’র স্ত্রী সিমা বেগম সাংবাদিকদের বলেন, ‘আমার স্বামীর রোজগারে সংসার চলত। আমি মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করি। এসামান্য আয়ে ছোট দুটি ছেলেকে ঠিকমতো তিন বেলা খেতে দিতে পারছি না। সংসার ঠিকমতো চলছিল না। অভাবের কারণে বৃদ্ধ শাশুড়ি এই বয়সেও চট্টগ্রামে গিয়ে কাজ করে জীবন চালায়। এর চেয়ে আর কষ্টের কি থাকতে পারে।

নিহত কামরুলের মায়ের কান্না এখনো থামেনি। কামরুল মৃধার মা খাদিজা বেগম বলেন, ওকে একমুহূর্তও ভুলতে পারি না। কামরুলের বাবা সাইদুল মৃধা ক্ষোভ নিয়ে বলেন, ‘বিজিবি গুলি কইরা পাঁচটা জ্যান্ত মানুষ মারল, কোনো বিচার হইল না, আমাগো খোঁজ কেউ নেয় না। কামরুলের মৃত্যুর তিন মাস পর আমার কন্যা নাতনীর জন্ম হয়েছে। অভাবের সংসারে অনাহারে বেড়ে উঠছে শিশুটি।

শাহাদাতের স্ত্রী নাসিমা বেগম সাংবাদিকদের বলেন, তার স্বামী ঢাকা বিমানবন্দরে শ্রমিকের কাজ করতো। তার আয়েই সংসার চলতো। এখন অনেক কষ্টকরে সংসার চালাচ্ছি। দুই ছেলে, স্ত্রী ও বৃদ্ধ মা নিয়ে আমাদের সংসার বলে বাকরুদ্ধ হয়ে পড়েন।

২নং ধানীসাফা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সম্পাদক হারুন-অর-রশিদ সাংবাদিকদের বলেন, আমার প্রাপ্ত ভোট বাতিল করায় শান্তিপূর্ণ অবস্থান নেই সেই ভোট বৈধতার দাবিতে। সেখানে বিজিবি গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করেছে। আমি এ হত্যাকা-ের বিচার ও সরকারের কাছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানাচ্ছি।

২০১৬ সালের অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনের প্রথম ধাপে (৬ষ্ঠ ধাপের) দেশের নির্বাচনী সহিংসতায় একসাথে এতো বেশি (৫জন) মানুষের প্রাণহানির ঘটনা ছিল দেশের আলোচিত ঘটনা।

এ ঘটনায় তৎকালীন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পার্বত্য বান্দরবান পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার আলী বাদী হয়ে অজ্ঞাতনামা ১ হাজার ৩শ জনকে আসামি করে স্থানীয় থানায় মামলা করেছিলেন।

এ বিষয়ে মঠবাড়িয়া সার্কেল এএসপি কাজী শাহ্ নেওয়াজ সাংবাদিকদের জানিয়েছেন, মামলাটি থানা পুলিশ তদন্ত করছে, তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এসএমআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :