ফেসবুক লাইভ এখন ডেস্কটপ-ল্যাপটপে

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মার্চ ২০১৭, ১১:০৩

পৃথিবীর জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন ফিচার চালু হলো। এখন থেকে ডেস্কটপে লাইভ ভিডিও সম্প্রচার করা যাবে। ফেসবুক এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। ফেসবুক জানিয়েছে ব্যবহারকারীরা এখন থেকে ডেস্কটপ এবং ল্যাপটপে লাইভ ভিডিও সম্প্রচার করতে পারবেন। এই সুবিধাটি সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে। এতদিন এই ফিচারটি শুধুমাত্র মোবাইল ফোনে উন্মুক্ত ছিল।

ব্যবহারকারীরা নিউজ ফিডের ‘লাইভ ভিডিও’ অপশন ক্লিক করে ভিডিও সম্প্রচার করতে পারবেন। এই ভিডিওতে বর্ণনা এবং কারা কারা এই ভিডিওটি দেখতে পারবেন সেটাও উল্লেখ করে দেয়া যাবে।

অ্যানড্রয়েড ও আইওএস স্মার্টফোনে লাইভ ভিডিও সম্প্রচারের সুবিধা চালুর পর থেকেই ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছিল। যখন তখন লাইভে চলে আসতেন ফেসবুক বন্ধুরা।

ফেসবুক কর্তৃপক্ষ ইতিমধ্যে লাইভে শিডিউলিং, টু পারসন ব্রডকাস্টিং ও এমএসকিউআরডি ইনটিগ্রেশন সুবিধা যুক্ত করেছে। ‘এমএসকিউআরডি ইনটিগ্রেশন’ হচ্ছে ভিডিওতে বিভিন্ন ফিল্টার যুক্ত করা ও স্ন্যাপচ্যাটের মতো মাস্ক যুক্ত করার সুবিধা।

(ঢাকাটাইমস/২৪মার্চ/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :