বাঁধনের ‘নয়’

মাহমুদ উল্লাহ, ঢকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মার্চ ২০১৭, ১২:৩৫

লাক্সতারকা আজমেরী হক বাঁধন। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন এ অভিনেত্রী। মিডিয়াতে আসার অল্প সময়ের মধ্যে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। উপস্থাপনাতেও সমান পারদর্শী তিনি। বর্তমানে ধারবাহিক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মোট নয়টি ধারাবাহিক নাটক নিয়ে কাজ করছেন তিনি। এর মধ্যে চার পাঁচটি ধারাবাহিক এখন বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত প্রচার হচ্ছে। কিন্তু বর্তমানে কোন ধরনেরই খন্ড নাটকে তিনি অভিনয় করছেন না।

এনিয়ে বাঁধণ ঢাকাটাইমসকে বাঁধন, ‘আমার জন্য ধারাবাহিক নাটকে কাজ করাটাই সুবিধা। কারণ ধারাবাহিকে কাজ করলে রাত নয়টা দশটার মধ্যে বাসায় ফেরা যায়। আমার একটি মেয়ে আছে। তাকে আমার সময় দিতে হয়। অন্যদিকে খন্ড নাটকে অভিনয় করলে রাত ১২টা বেজে যায়। কারণ তিনদিনে নাটকের কাজ শেষ করতে হয়। তাই আমি ধারাবাহিকই পছন্দ করি।’

নাটক ছাড়াও এই সময়ের ব্যস্ততা নিয়ে তিনি বলেন, ‘আমি ডেন্টিস্ট। ডেন্টাল সোসাইটির মেম্বার হিসেবে তাদের হয়ে কাজ করছি।’

ভবিষ্যত পরিকল্পনা জানতে চাইলে বাধন বলেন, ‘অভিনয় করছি, অভিনয় করেই যেতে চাই। সিনেমা করতে চাই। আমার পছন্দমতো চরিত্র হলে সিনেমা করবো।’

অঞ্জন আইচের অবাক দিনরাত্রি, মেঘের পরে মেঘ জমেছে, শামীম জামানের ঝামেলা আনলিমিটেড, সাগর জাহানের ল্যাম্পপোস্ট, মাইনুল হাসান খোকনের আমি তুমি সেই, সৈয়দ শাকিলের সোনার শেকল, এসএম দুলালের টাউট প্লাস, মাসুদ সেজানের পোস্ট মর্টাম, আশরাফুজ্জামানের স্বদেশ স্যারের গৃহপালিত এলিয়েন, জুয়েল মাহমুদের ওয়ান ওয়ে ও কায়সার আহমেদের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। এরমধ্যে বেশিরভাগ নাটকই খুব শিগগির বিভিন্ন টিভি চ্যানেলে অনএয়ার হবে। বাকীগুলো অনএয়ার হচ্ছে।

(ঢাকাটাইমস/২৪মার্চ/এমইউ/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :