চোর সন্দেহে কৃষককে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ২৪ মার্চ ২০১৭, ১৪:০২

নওগাঁর বদলগাছি উপজেলায় চোর সন্দেহে আবদুল মজিদ নামে এক ব্যক্তিকে গণপিটুনি দেয়া হয়েছে। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে রামেকের মর্গে আবদুল মজিদের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহত ব্যক্তি নওগাঁর মান্দা উপজেলার দন্তেশ্বর গ্রামের আবদুল খালেকের ছেলে।

নিহতের বড় ভাই রতন হোসেন বলেন, বদলগাছি উপজেলার রাজাপুর গ্রামে বুধবার রাতে এলাকাবাসী চোর সন্দেহে আবদুল মজিদকে গণপিটুনি দেয়। এরপর সকালে পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই দিনই বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

রতন হোসেন বলেন, আমার ভাই চোর না। আমার ভাই কৃষক, দিনমজুর। আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো। তার স্ত্রী-সন্তানটা অনাথ হয়ে গেল। আমি থানায় মামলা করব।

এ বিষয়ে কথা বলতে শুক্রবার দুপুরে বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

(ঢাকাটাইমস/২৪মার্চ/আরআর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :