কিশোরগঞ্জে নতুন কলকারখানা প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০১৭, ১৫:০৪
অ- অ+

কিশোরগঞ্জ টেক্সটাইল মিল ও কালিয়ারচাপড়া চিনিকল সরকারি মালিকানায় চালু ও নতুন কলকারখানা প্রতিষ্ঠা করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কিশোরগঞ্জ জেলা সচেতন নাগরিক সমাজ নামে একটি সংগঠন।

শুক্রবার সকালে চামটা-করিমগঞ্জ-কিশোরগঞ্জ সড়কে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক এমরান আলী ভূইয়া, করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজান, যুবলীগ নেতা আহসান হাবীব জামাল, জগৎসাবাড়ি মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি শামীম আহমেদ, ইবনে আব্দুল্লাহ শাহজাহান, জেলা ছাত্রলীগ নেতা রুবায়েত হোসেন রচি, ছাত্রলীগ নেতা জোসেফ আহমেদ রাজন, সিফাত প্রমুখ।

বক্তারা কিশোরগঞ্জ টেক্সটাইল মিল ও কালিয়ারচাপড়া চিনিকল সরকারি মালিকানায় চালু ও নতুন কলকারখানা প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে দাবি জানান।

মানববন্ধন শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

(ঢাকাটাইমস/২৪মার্চ/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উত্তরখানে বিপুল চোলাই মদসহ ম্যাক্সওয়েল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা