চেচনিয়ায় সন্ত্রাসী হামলায় ৬ রুশ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মার্চ ২০১৭, ১৫:৩০

চেচনিয়ায় রাশিয়ার একটি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ছয় সেনা নিহত হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

রাশিয়ান গণমাধ্যম আরটি নিউজ জানায়, ন্যাশনাল গার্ড অব রাশিয়া এক বিবৃতিতে বলেছে শুক্রবার ভোররাতে চেচনিয়ার রাজধানী গ্রোজনি থেকে ৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে নারুস্কায়া গ্রামে রুশ সেনাঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। সেনারাও পাল্টা জবাব দেয়। বন্দুকযুদ্ধে ছয় সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।এ ঘটনায় ছয় হামলাকারী নিহত হয়েছে বলেও ওই বিবৃতিতে দাবি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, আজ ভোরে অনেক কুয়াশা ছিল। সন্ত্রাসীরা হামলার জন্য এটিকে সুযোগ হিসেবে ব্যবহার করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর চেচনিয়ার বিশেষ করে মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে রুশ সেনাদের দুইবার যুদ্ধ হয়েছে। তবে চেচনিয়ায় এ ধরণের হামলা ঘটনা খুব একটা ঘটে না।

গত ডিসেম্বরে গ্রোজনিতে বিচ্ছিন্নতাবাদীরা পুলিশ বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। এরপর পুরো দিন অভিযান চালিয়ে পুলিশ সাত বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করে।

(ঢাকাটাইমস/২৪মার্চ/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :