দেড় মাস পর মাগুরার ভেঙে পড়া বেইলি ব্রিজের কাজ শুরু

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মার্চ ২০১৭, ১৫:৩৯

অবশেষে প্রায় দেড় মাস পর শুরু হয়েছে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরার সীমাখালীতে চিত্রা নদীর উপর বেইলি ব্রিজের নির্মাণ কাজ। বৃহস্পতিবার সকাল থেকে নদীর দুই পাড়ে স্কেবেটর ম্যাশিন দিয়ে চলছে মাটি ভরাট। সংযোগ সড়ক নির্মাণের পর এ মাসের মধ্যে মূল বেইলি ব্রিজ স্থাপনের কাজ শুরু হবে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে গুরুত্বপূর্ণ এ মহাসড়কে সরাসরি যানবাহন চলাচল করতে পারবে বলে সড়ক বিভাগ জানিয়েছে।

মাগুরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নূরউর নবী তরফদার জানান, বেইলি ব্রিজের জন্য নদীর দুই পাড়ে মাটি ভরাট করে সংযোগ সড়ক নির্মাণের জন্য ঠিকাদার নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান পুরোদমে সংযোগ সড়ক নির্মাণ কাজ শুরু করেছে। একই সাথে চট্টগ্রাম থেকে আনা হচ্ছে নতুন বেইলি ব্রিজ। সংযোগ সড়কের সাথে-সাথে এ মাসের মধ্যেই বেইলি ব্রিজ স্থাপনের কাজও শুরু করা হবে।

প্রকৌশলী তরফদার আশাবাদ ব্যক্ত করে বলেন, যাবতীয় কাজ শেষ করে ১৫ থেকে ২০ দিনের মধ্যে গুরুত্বপূর্ণ এ মহাসড়কে সরাসরি যানবাহন চলাচল করতে পারবে।

গত ১৩ ফেব্রুয়ারির দুইটি পাথর বোঝাই ১০ চাকার ট্রাক ও একটি কার্ভাড ভ্যান নিয়ে ১৯৮২ সালে চিত্রা নদীর উপর নির্মিত এ ব্রিজটি ভেঙে পড়েছিল। এরপর থেকে প্রায় দেড় মাস ধরে ঢাকা থেকে খুলনা, সাতক্ষীরা, বেনাপোল ও কলকাতাগামী যানবাহন ঝিনাইদহ দিয়ে অতিরিক্ত ৩৪ কিলোমিটার বেশি পথ ঘুরে চলাচল করতে বাধ্য হচ্ছে। যশোর-মাগুরা সড়কে যাত্রী সাধারণেরা বাঁশের সাঁকো দিয়ে নদী পার হয়ে লোকাল বাস, নসিমন, করিমন, ইজিবাইকে করে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। এতে বেশি সময় ও অধিক অর্থ ব্যয় হচ্ছে।

(ঢাকাটাইমস/২৪মার্চ/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :