চার্জশিট নিয়ে পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মার্চ ২০১৭, ১৭:০৭

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হবিবুর হত্যা মামলায় মূল আসামিদের বাদ দিয়ে পুলিশ আদালতে চার্জশিট দিয়েছে বলে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার বেলা ১১টায় পীরগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন নিহতের ভগ্নিপতি মজিবর রহমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহতের ভগ্নিপতি মজিবর রহমান বলেন, পীরগঞ্জ উপজেলার রামনা চান্দহর গ্রামের শাপলা বেগম নামে এক নাবালিকার সাথে একই গ্রামের মজিবর রহমানের ছেলে দেলোয়ার হোসেনের জোরপূর্বক বিয়ে দেয়ার চেষ্টার ঘটনার জেরে গত বছরের ৫ ফেব্রুয়ারি সকালে প্রতিপক্ষ শাপলার পিতা মজিবর রহমানসহ তার লোকজন দেলোয়ারের পিতা মজিবর রহমানের উপর হামলা চালায়।

এ সময় দেলোয়ারের বড় চাচা হবিবর রহমান, ফুপা হবিবর রহমান, চাচাতো ভাই মতিউর রহমান এগিয়ে গেলে তাদেরও মারপিট করে জখম করা হয়। গুরুতর আহত হবিবুর রহমান চিকিৎসাধীন অবস্থায় ১২ ফেব্রুয়ারি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

এ ঘটনায় দেলোয়ারের পিতা মজিবর রহমান শাপলার পিতা মজিবর রহমানসহ ১৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুজ্জামান মামলার এজাহারনামীয় আসামি মাজেদুর রহমান, আমিনুল ইসলাম, সাইদুর রহমান ও আজিজুর রহমানের নাম বাদ দিয়ে সম্প্রতি আদালতে চার্জশিট দাখিল করেছেন।

তিনি আরো অভিযোগ করেন, মামলার মূল হোতাদের নাম চার্জশিট থেকে বাদ দেয়ায় তারা উৎসাহিত হয়ে আবারো একই ধনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে পারে বলে আশঙ্কা তাদের। এছাড়াও আসামিরা তাদের প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিচ্ছে।

এ সময় বৈরচুনা ইউনিয়ন আলীগের সাধারণ সম্পাদক সাইজুদ্দীন মাস্টার, মুক্তিযোদ্ধা রফিজউদ্দিন (বীর প্রতীক), ইউপি সদস্য আজগর আলী, নিহত হবিবরের প্রতিবন্ধী স্ত্রী মতেজা খাতুন, ডা. আব্দুর রশিদ, শামুসল হকসহ অর্ধ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা শফিকুজ্জামন বলেন, কোন সুবিধা নয়, তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :