সংসারের ঘানি টানতে শিশুর হাতে অটোরিকশার হাতল

সাহেদ খান জয়, তাড়াশ (সিরাজগঞ্জ) থেকে
 | প্রকাশিত : ২৪ মার্চ ২০১৭, ১৭:৪০

দুই ভাই, বোন ও বাবা-মাকে নিয়ে ছোট্ট সংসার ১০ বছর বয়সী শিশু নাহিদের। সম্পদ বলতে মাথা গোজার দুটি ঝুপরি ঘর। সংসারের অভাব-অনটন প্রতিনিয়ত রয়েছে। নিজস্ব কোনো জায়গা বা জমি নেই। তাই সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কোহিত গ্রামে নাহিদ মাত্র দশ বছর বয়সে হাতে বইয়ের বদলে তুলে নিয়েছে অটোরিকশার হাতল।

শুক্রবার সকালে যাত্রী নামানোর পর নাহিদের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। নাহিদ জানায়, অভাব-অনটনের সংসার। মা অন্যের বাড়িতে কাজ করে। বাবা অসুস্থ। সুস্থ হলে মাঝে মাঝে রিকশা চালান। তার এক ভাই নয়ন (১২)। সেও অন্যের বাড়িতে কাজ করেন।

তাদের সংসার চালাতে খুব কষ্ট হয়। স্থানীয় স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি হয়েছিল। কিন্তু এখন পেটের ভাত যোগাতেই হাতে তুলেছে রিকশার হাতল। দিন শেষে অটোরিকশার ভাড়া পরিশোধ করে যা থাকে তা দিয়ে কোনো রকম চলে সংসার।

মাত্র কয়েকদিন আগের কথা। সামান্য বৃষ্টি হয়ে রাস্তা পিছলে হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ করতে না পেরে রিকশা উল্টে গুরুতর আহত হয়েছিল নাহিদ। তবুও রিকশা চালানো বন্ধ করতে পারেনি সে। কারণ রিকশার চাকা না ঘোরালে যে না খেয়ে থাকতে হবে সংসারের সবার। তাই সংসারের ঘানি টানতে বইয়ের বদলে রিকশার হাতল ধরতে হয়েছে নাহিদের।

এ ব্যাপারে উপজেলা সমাজসেবা অফিসার মো. আলাউদ্দিন আলী ঢাকাটাইমসকে জানান, শিশুশ্রম আইনত অপরাধ। সংসারের অভাব এ কারণে এ বয়সে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছে এটা অমানবিক। সমাজের সবাইকে তাদের মতো যারা আছে তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন। আর আমাদের পক্ষে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২৪মার্চ/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেনীতে অনাবাদি জমিতে শতকোটি টাকার তরমুজ চাষ

মাগুরায় চোরাই মোটরসাইকেলসহ তিন চোর আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

এই বিভাগের সব খবর

শিরোনাম :