কিশোরগঞ্জে বিদ্যুৎ লাইন পরিবর্তনে প্রতিবাদ সমাবেশ
অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের জন্মভূমি সদরের যশোদল-বৌলাই এলাকায় পিডিবি লাইনকে পল্লী বিদ্যুতে হস্তান্তর করার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে স্থানীয়রা।
শুক্রবার বিকালে ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে বিক্ষুব্ধ এলাকাবাসী ও পিডিবির গ্রাহকবৃন্দ এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তব্য রাখেন- এনামুল হক, শহিদুল ইসলাম কিবরিয়া, ফজলুর রহমান মনির, আব্দুর রহমান, ডা. জালাল মিয়া, ডা. দুলাল মিঞা, মোশারফ প্রমুখ।
কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ও বৌলাই ইউনিয়নে পিডিবি বিদ্যুতের আওতায় ২০০-২৫০টি গভীর ও অগভীর নলকূপের মাধ্যমে শত শত হেক্টর ফসলি জমি চাষাবাদ করা হয়। তাছাড়া এখানে ছোট-বড় প্রায় ২৫০টি পোল্টিফার্ম গড়ে উঠাসহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৩০টি স’ মিল ও ২০টি রাইস মিল, ধর্মীয়সহ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এগুলোতে যশোদল ইউনিয়নের ১৩২ কেভি পিডিবি বিদ্যুতের সাব-স্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে। কিন্তু গত ২৩ জানুয়ারি বিদ্যুৎ বিভাগের একটি স্মারকে পিডিবি বিদ্যুৎকে পল্লী বিদ্যুতে হস্তান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ বিষয়টি বৌলাই-যশোদলের জনগণ কোনোভাবেই মেনে নিতে পারছেন না।
পল্লী বিদ্যুৎ লাইনে সারা দিনে ৩-৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ হয়। তাই কৃষি উৎপাদন মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে।
অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য এলাকাবাসী স্মারকলিপি দিয়েছে।
(ঢাকাটাইমস/২৪মার্চ/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন