থাই পণ্যমেলায় গায়ে গায়ে ভিড় (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ মার্চ ২০১৭, ২০:৩৩ | প্রকাশিত : ২৪ মার্চ ২০১৭, ২০:২২

এই লম্বা লাইন পেরিয়ে কখন ভেতরে প্রবেশ করব। এতদূর থেকে পবিবার নিয়ে এসেছি, মেলায় ঢুকতে না পারলে কেমন হয়। কথাগুলো বলছিল গুলশান থেকে আসা আহসানুল কবির।

রাজধানীর সোনারগাঁও হোটেলে বুধবার থেকে শুরু হয়েছে চার দিনের থাই মেলা ‘থাইল্যান্ড উইক-২০১৭’। মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আগামীকাল এই মেলার শেষ দিন। ২২ মার্চ থেকে মেলা শুরু হলেও আজ ছিল সবার জন্য উন্মুক্ত। আর প্রথম দুই দিন ছিল ব্যবসায়ীদের জন্য।

শুক্রবার সন্ধ্যায় মেলা ঘুরে দেখা যায়, ক্রেতারা বিভিন্ন পণ্য কিনছেন।আবার অনেকে ঘুরে ঘুরে দেখছেন। মেলায় গায়ে গায়ে ভিড়। একটুও তিল ধারণের ঠাঁই নেই।

মেলায় দেখা হলো মডেল অন্তু করিমের সঙ্গে। ঢাকাটাইমসকে তিনি বলেন, আমি ব্যবসা করি প্রায় ১৭ বছর ধরে। মডেলিংয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গে জড়িত।

অন্তু করিম বলেন, বরাবরের মতো থাই পণ্যমেলায় অনেক সাড়া পাওয়া পাওয়া যাচ্ছে। দেখতেই পাচ্ছেন ভিড়ে মেলার মধ্যে হাঁটতেও সমস্যা হচ্ছে। ফিনেল কসমেটিক, কুডোমো বেবিকেয়ার, হোরসিই স্টেশনারি, ডুর বেবি সিডিং- এই চার ধরনের পণ্যের ব্যবসা রয়েছে এই মডেলের।

সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আর সামনের লনে ৫০টি স্টল বসানো হয়েছে। মেলায় পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের কসমেটিকস পণ্য, সৌন্দর্যবর্ধক, গার্মেন্টস শিল্প, ফ্যাশন সামগ্রী, জুয়েলারি, গৃহস্থালিসহ আরও অনেক কিছু। যার সবকিছুই থাইল্যান্ডের। এছাড়া পোশাক, ক্রোকারিজ পণ্য, থাইল্যান্ডের বিভিন্ন ফলও মেলায় পাওয়া যাচ্ছে ।

চার দিনের এই মেলা আগামী কাল শেষ হবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে এই মেলা। কোনো প্রবেশ ফি নেই। বিনোদনের জন্য ব্যবস্থাও রাখা হয়েছে মেলায়। বলরুমের সামনের জায়গায় চেয়ার সাজিয়ে রাখা হয়েছে আর স্টেজে প্রজেক্টরে ভিডিওসহ চলছে থাই গান।

(ঢাকাটাইমস/২৪মার্চ/জেআর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

বয়কটের ডাকে অর্ধেকে নেমেছে তরমুজের দাম, তবুও ক্রেতা নেই

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :