প্রথম ওয়ানডে

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ মার্চ ২০১৭, ২০:৩৬ | প্রকাশিত : ২৪ মার্চ ২০১৭, ২০:৩৪

শনিবার থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি। বাংলাদেশ সময় বেলা ৩.৩০টায় রনগিরি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে চ্যানেল নাইন এবং টেন ক্রিকেট।

দুটি পরিবর্তন নিয়ে আগামীকাল মাঠে নামতে পারে বাংলাদেশ। ওয়ানডে অভিষেক হতে পারে মেহেদী হাসান মিরাজের। ওয়ানডে ক্যাপ মাথায় উঠতে পারে সানজামুল ইসলামের।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৩৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে জয় পেয়েছে চারটি। বাকি ৩৩টি চলে গেছে লঙ্কানদের ঘরে।

এছাড়া ২০১০ সালে ডাম্বুলায় শ্রীলঙ্কা, ভারত এবং পাকিস্তানের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। তিন ম্যাচই পরাজিত হয় সাকিব-তামিমরা। যে তিন ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান। ফলে অধিনায়ক হিসেবে ম্যাশের জন্য ডাম্বুলা নতুন মঞ্চ।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য):

তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ/সানজামুল ইসলাম।

(ঢাকাটাইমস/২৪মার্চ/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :