স্বার্থ রক্ষা করেই ভারতের সঙ্গে চুক্তি: এলজিআরডি মন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০১৭, ২০:৪৮
অ- অ+

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ভারতের সঙ্গে সমঝোতা বা চুক্তি যেটাই হোক না কেন তা হবে সমতার ভিত্তিতে। কারো স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো চুক্তি হবে না, যার যার স্বার্থ সে দেখতে চেষ্টা করবে।

শুক্রবার বিকালে কুষ্টিয়ায় শেখ রাসেল হরিপুর সংযোগ সেতু উদ্বোধন শেষে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে চুক্তিতে আমাদের স্বার্থ বিঘ্নিত হলে আমরা সেই চুক্তি কেন করতে যাবো।’

ভারতের সঙ্গে চুক্তি প্রসঙ্গে বিএনপির সমালোচনা বিষয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, ‘এখানে বিএনপি কী বললো তাতে কোনো যায় আসে না। আমাদের সরকার দেশের স্বার্থ রক্ষা করেই চুক্তি করবে।’

বিএনপি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তাদের কোনো কথাই বলা ঠিক না। কেননা তারা ‘না’ দিয়ে শুরু করেন। সবই ‘না’। তবে তারা যদি জাতীয় স্বার্থে কথা বলতে চায় এর জবাব দিতে পারি। না হলে বিএনপির কথার জবাব দেয়ার কোনো মানে হয় না।’

মন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি। বিএনপি যদি মনে করে আমরা যাদের ধরছি তারা জঙ্গি না তাহলে আমাদের কিছু করার নেই।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা প্রশাসক মো. জহির রায়হান, পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবাদত হোসেন, কুষ্টিয়া এলজিআরডির নির্বাহী প্রকৌশলী সোহরাব হোসেন।

পরে শেখ রাসেল কুষ্টিয়া হরিপুর সংযোগ সেতুর পাশে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন এলজিআরডি মন্ত্রী।

প্রসঙ্গত, এলজিআরডির অর্থায়নে ৮১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে সেতুটির দৈর্ঘ্য ৬০৪ মিটার, প্রস্থ ৬ দশমিক ১ মিটার। এর কুষ্টিয়া অংশে ২০০ মিটার ও হরিপুর অংশে ১৯৬ মিটার সংযোগ সড়ক নির্মাণ সম্পন্ন হয়েছে। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৮১ কোটি ৭০ লাখ টাকা। সেতু পারাপারে কোনো টোল নেয়া হবে না।

(ঢাকাটাইমস/২৪মার্চ/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশের কনসাল জেনারেলের সঙ্গে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা
অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
২০২৬ বিশ্বকাপে নিজের অংশগ্রহণ ও পরিকল্পনা নিয়ে যা বললেন নেইমার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা