জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শেখ রাসেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মার্চ ২০১৭, ২২:৩৮

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছাত্রলীগের সদ্য সাবেক দপ্তর সম্পাদক শেখ রাসেল। ঢাকার বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ভর্তি রাসেলকে পৃথিবীতে বেঁচে থাকার লড়াই করতে হচ্ছে। মাত্র ৩০ বছর বয়সী এই ছাত্রনেতা প্রায় এক মাস যাবত হাসপাতালে ভর্তি, কিন্তু শারিরীক অবস্থার উন্নতি ঘটছে না।

বারডেম হাসপাতালের অধ্যাপক ডা. এ এস এম আরিফ এহসানের তত্বাবধানে রাসেলের চিকিৎসা চলছে। তিনি জানান, রাসেল ‘এডাল স্টিল ডিজিজ’, লান্স, থাইরয়েড ও কিডনি রোগে আক্রান্ত। ডা. এহসান বলেন, তার কিডনিতে দুটি টিউমার ধরা পড়েছে। তার শারিরীক অবস্থা জটিল আকার ধারণ করেছে। দিনে দিনে অবস্থার অবনতি ঘটছে। উন্নত চিকিৎসার জন্যে তাকে বিদেশে নেওয়া প্রয়োজন।

শরিয়তপুরের আওয়ামী লীগ পরিবারের এই সন্তান রাসেল আজ মৃত্যু পথযাত্রী হলেও রাজনৈতিক মহল থেকে এখন পর্যন্ত কোনো খোঁজ-খবর নেওয়া হচ্ছে না। তবে ছাত্রলীগের সাবেক ও বর্তমান দুই একজন নেতা খোঁজ-খবর রাখছেন। অথচ দায়িত্ব ও সততার সঙ্গে ছাত্রলীগের দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন করার মত কোনো ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না তিনি। রাসেলের এই দুর্দিনে খোঁজ-খবর নেওয়ার লোকের বড় অভাব। হাসপাতালে রাজনৈতিক কারোরই তেমন আনাগোনা নাই। তবে পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর সুদৃষ্টি পেলে রাসেলকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো যেত।

পরিবারের ছোট ছেলে রাসেলের আশু রোগ মুক্তি কামনা করে পরিবারের পক্ষ থেকে বড় ভাই শেখ জামাল সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, আমার ছোট ভাইয়ের জন্যে সবার কাছে দোয়া চাই। ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পরে জাতির জনকের ছোট ছেলের নামেই বাবা তার নাম রাখেন শেখ রাসেল।

(ঢাকাটাইমস/২৪মার্চ/টিএ/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

উপজেলা ভোটের মাঠে বিএনপির তৃণমূল নেতারা

উপজেলা নির্বাচনে অংশগ্রহণ: বিএনপির ৬৪ নেতাকে শোকজ

ভোটের মাঠ থেকে স্বজনদের সরাতে পারেননি আ.লীগের মন্ত্রী-এমপিরা

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

এই বিভাগের সব খবর

শিরোনাম :