বান্দরবানে দম্পতিকে গলাকেটে হত্যা

বান্দবান প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০১৭, ১০:০৩| আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১২:৩২
অ- অ+

বান্দরবানের লামা উপজেলায় স্বামী-স্ত্রীকে গলাকেটে হত্যা করা হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের ইয়াংছা এলাকার ছোটপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ক্য হ্লা চিং মারমা (৭৫), চিং হ্লা নী মারমা (৫০)। তাদের নিজ বাড়িতেই হত্যা করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংসা ছোটপাড়ায় একটি বাড়িতে থাকতেন ওই দম্পতি। বৃদ্ধ ক্যহ্লাচিংকে গলা কেটে ও বৃদ্ধা চিংহ্লামেকে বুকে ও পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেছেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে গেছে। কে বা কারা তাদের হত্যা করেছে তা জানা যায়নি। তদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

তবে স্থানীয়দের ধারণা, জমি নিয়ে বিরোধের জের ধরেই তাদের হত্যা করা হতে পারে।

(ঢাকাটাইমস/২৫মার্চ/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে: প্রধান উপদেষ্টা
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিরুৎসাহিত করে নতুন নির্দেশনা
ভাসানী এক মহীরুহের অগ্নিক্ষরা সংগ্রামী জীবন: বাংলাদেশ ন্যাপ
বিজ্ঞাপন নির্মাতা তারেক মাহমুদ সুমনের নতুন সিএসআর ক্যাম্পেইন: ‘পাবলিকের টয়লেট হোক বন্ধ’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা