ফরিদপুরে গণহত্যা দিবস পালন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ মার্চ ২০১৭, ১০:১৮

১৯৭১ সালের শহীদদের স্মরণে ২৫ মার্চ গণহত্যা শুরুর দিনটিকে গণহত্যা দিবস হিসেবে সারাদেশের সঙ্গে ফরিদপুরেও পালিত হচ্ছে।

এই উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর স্টেডিয়ামের পাশে গণকবরে ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি রাজেন্দ্র কলেজসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় সেখানে। এর পরে ’৭১ সালের স্বাধীনতাযুদ্ধে বীর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে ছিলেন- এডিসি জেনারেল এরাদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, গোলাম মোস্তফা, মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার আবুল ফয়েজ শাহ নেওয়াজ, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোশাররফ আলী, ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. আবু নাঈম মো. আব্দুর সবুর প্রমুখ।

এছাড়াও সন্ধ্যায় জসীমউউদীন হলে গণহত্যা দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

(ঢাকাটাইমস/২৫মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :