বাংলাদেশি দুই জেলেকে অপহরণ করেছে বিজিপি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ মার্চ ২০১৭, ১৬:০১
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদীতে মাছ ধরার সময় বাংলাদেশি দুই জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

শনিবার সকাল ৯টার দিকে শাহপরীর দ্বীপের গোলার চর সংলগ্ন নাফ নদীতে বাংলাদেশ জলসীমা থেকে তাদের নিয়ে যায় বাহিনীটি।

অপহৃত দুই জেলে হলেন- শাহপরীর দ্বীপ মাজারপাড়া মির্জা আব্দুল গণির ছেলে আবু তাহের এবং একই এলাকার উত্তর পাড়ার এখলাস মিয়ার ছেলে মোহাম্মদ ইউসুফ।

অপহৃত ইউসুফের ছোট ভাই মো. আবু বক্কর ঢাকাটাইমসকে জানান, প্রতিদিনের মত তার ভাই ইউসুফ ও আরেক জেলে তাহের নাফ নদীতে মাছ ধরতে যায়। সকাল ৯টার দিকে একটি স্পিডবোটে করে আসা চার থেকে পাঁচ সদস্যের বিজিপির একটি দল তাদের অপহরণ করে মিয়ানমারে নিয়ে যায়।

এ প্রসঙ্গে টেকনাফ-২ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ ঢাকাটাইমসকে জানান, নাফ নদী থেকে দুই জেলেকে অপহরণের খবর শুনে তিনি ফোনে মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। তারা অপহৃত দুই জেলেকে ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন।

(ঢাকাটাইমস/২৫মার্চ/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :