দেশবিরোধী চুক্তি সম্পর্কে সজাগ থাকুন: খালেদা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ মার্চ ২০১৭, ২০:২৪ | প্রকাশিত : ২৫ মার্চ ২০১৭, ১৬:২৫
ফাইল ছবি

বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার এক গভীর চক্রান্ত চলছে জানিয়ে দেশবিরোধী কোনো চুক্তির বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৪৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর ভারত সফরের দিকে ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।

স্বাধীনতা দিবসের আগের দিন শনিবার গণমাধ্যমে এই বিবৃতি পাঠান খালেদা জিয়া। তিনি বলেন, ‘লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার অপতৎপরতায় লিপ্ত দেশি-বিদেশি চিহ্নিত মহল। এখন দেশবিরোধী নানা অসম চুক্তির মহড়া চলছে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এপ্রিলের শুরুতে চার দিনের সফরে ভারত যাচ্ছেন। এই সফরে কী কী চুক্তি হবে সে বিষয়ে দুই দেশের সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে বিদেশি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র জানিয়ে বিএনপি নেতারা বলে আসছেন, ভারতের সঙ্গে সরকার নিরাপত্তা বিষয়ে এমন চুক্তি করতে যাচ্ছে যা বাংলাদেশের স্বার্থের অনুকূলে নয়। এই চুক্তি হলে বাংলাদেশর স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলেও দাবি করে আসছেন বিএনপি নেতারা।

খালেদা জিয়া বলেন, ‘সকল ষড়যন্ত্র চক্রান্ত প্রতিহত করে মাতৃভূমির স্বাধীনতা সুরক্ষা এবং গণতন্ত্রের পতাকাকে সমুন্নত রাখতে আমাদের সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে। গড়ে তুলতে হবে সুদৃঢ় জাতীয় ঐক্য। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আজ দেশবাসীর প্রতি আমি এ আহ্বান জানাই।’

এই বিবৃতিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে খালেদা জিয়া তাকে এবং সব জাতীয় নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। স্মরণ করেন মুক্তিযোদ্ধাদের অবদানের কথা, স্মরণ করেন নির্যাতিতা নারীদের কথা।

খালেদা জিয়া বলেন, ‘এ দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সেদিন জাতীয় নেতৃত্বের অনুপস্থিতিতে তাঁর ঘোষণায় দিশেহারা জাতি পেয়েছিল মুক্তিযদ্ধে ঝাঁপিয়ে পড়ার অভয়মন্ত্র। ফলে দীর্ঘ নয়মাস ইতিহাসের এক ভয়ংকর রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা প্রিয় মাতৃভূমির স্বাধীনতা অর্জনে সক্ষম হই।’

একটি শোষণ, বঞ্চনাহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে মন্তব্য করে খালেদা জিয়া বলেন, ‘নানা কারণে আমরা সে লক্ষ্যে অর্জনে সক্ষম হইনি। বার বার ফ্যাসিবাদী, স্বৈরাচারি শক্তি আমদের সে লক্ষ্য পূরণ করতে দেয়নি। দেশি-বিদেশি চক্রান্তের ফলে আমদের গণতান্ত্রিক পথচলা বার বার হোঁচট খেয়েছে। বিঘ্নিত হয়েছে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের প্রচেষ্টা। দুর্বল করা হয়েছে আমাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে।’

ঢাকাটাইমস/২৫মার্চ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :