শেরপুরে এলজিইডি’র প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ মার্চ ২০১৭, ১৮:৪৩

শেরপুরে এলজিইডি’র বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনেছেন স্থানীয় ঠিকাদাররা।

এ ব্যাপারে শনিবার বিকালে শহরের নিউমার্কেটে হোটেল সম্রাটের বলরুমে সাংবাদিক সস্মেলন করে অভিযোগের বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন তারা।

ঠিকাদারদের পক্ষে জনৈক রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, গত ১৭ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া এলাকার কাকরকান্দি দর্শাখাল আরসিসি গার্ডার ব্রিজের টেন্ডার ড্রপ হয়। এতে নয়জন ঠিকাদার অংশগ্রহণ করেন। এর মধ্যে যোগ্যতা না থাকার কারণে ছয়জনকে বাদ দিয়ে তিনজনকে মনোনীত করা হয়।

এলজিইডি’র নিয়ম অনুযায়ী টেন্ডারে অংশ গ্রহণকারী সর্বনিন্ম দরদাতাই কাজ পাওয়ার কথা। কিন্তু শেরপুর এলজিইডি নিয়ম বহির্ভূতভাবে সুকৌশলে রিজভি কনন্সট্রাকশনকে কাজ দেয়। এ ব্যাপারে এলজিইডি কর্তৃপক্ষকে আইনজীবীর মাধ্যমে দুইবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/২৫মার্চ/এসজে/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :