গণহত্যা দিবসে বিএনপির কর্মসূচি নাই কেন: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ মার্চ ২০১৭, ২০:২৭ | প্রকাশিত : ২৫ মার্চ ২০১৭, ১৯:৫০

জাতীয় গণহত্যা দিবসে বিএনপির কোনো কর্মসূচি না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের ঘোষক বলে যারা নিজেদেরকে দাবি করে, তাদের জিজ্ঞাসা করতে চাই এই দিনে কেন আপনাদের কর্মসূচি কি?’।

শনিবার রাজধানীর লালবাগের বালুর মাঠে আওয়ামী লীগের জনসভায় এই কথা বলেন ওবায়দুল কাদের এসব কথা বলেন। ২৫ মার্চকে প্রথমবারের মতো ‘জাতীয় গণহত্যা দিবস’ পালনে এই জনসভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয় মিরপুরে।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাঙালির স্বাধীনতার স্বপ্নকে গুঁড়িয়ে দিতে অপারেশন সার্চ লাইট নামে অভিযানে নামে পাকিস্তানি সেনাবাহিনী। এই দিনটিকে এবার প্রথমবারের মতো জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন করা হচ্ছে বাংলাদেশে। দিনটিতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন কর্মসূচি দিলেও বিএনপির কোনো কর্মসূচি ছিল না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখলেও তিনি এই দিবস নিয়ে কিছুই বলেননি।

বিএনপির এই অবস্থানের কারণ জানতে চেয়ে ওবায়দুল কাদের বলেন, ‘২৫ মার্চ গণহত্যার ব্যাপারে বিএনপির রাজনৈতিক অবস্থান কি? এটা জাতির কাছে পরিস্কার করুন।’

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে অস্ত্র ধরা জামায়াতে ইসলামী, মুসলিম লীগ, নেজামে ইসলাম পার্টির সঙ্গে বিএনপির জোটবদ্ধ হওয়ার বিষয়টি উল্লেখ করে আওয়ামী লীগ নেতা বলেন, ‘স্বাধীনতার শত্রুদের সাথে আঁতাত করেন, মুক্তিযুদ্ধকে স্বীকার করে না। এটা পরিস্কার করুন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন, না ৪৭ সালের চেতনা ধারণ করেন এটা প্রশ্ন করতে চাই।’

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস পালনে জাতিসংঘের প্রতিও আহ্বান জানান ওবায়দুল কাদের। বলেন, ‘সকল তথ্য প্রমাণ নিয়ে নিয়ে জাতিসংঘের কাছে হাজির হবো। আমারা এই দিবসকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি চাই।’

ওবায়দুল কাদের বলেন, ‘২৫ মার্চের গণহত্যা হালাকু খান, চেঙ্গিস খানের গণহত্যাকে হার মানায়। জেনারেল টিক্কা খানের পরিচালিত গণহত্যা বসনিয়া হার্জেগোভিনা হত্যাকাণ্ডকেও হার মানায়।’

জনসভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, ‘খালেদা জিয়া ৩০ লাখ শহীদ নিয়ে সংশয় প্রকাশ করেছিল। এর মধ্য দিয়ে প্রমাণ হয় তিনি এখনও পাকিস্তানের পক্ষে কাজ করে যাচ্ছেন। পাকিস্তানের সঙ্গে সুর মিলে গণহত্যার সংখ্যা বিকৃত করতে চান তিনি।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম যখন চলছে, তখনি জঙ্গিবাদ ‘মুত্যু’ হয়ে এসেছে। বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির সংগ্রামকে স্তব্ধ করতে জঙ্গিবাদ মাথাচারা দিয়েছে। কিন্তু মৃত্যুঞ্জয়ী বাংলাদেশ বারবার প্রমাণ করেছে তাদেরকে দমিয়ে রাখা যায় না। বাংলাদেশকে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত করে, প্রতিটি যুবকের কর্মসংস্থান সৃষ্টি করে দেশকে অর্থনৈতক মুক্তি দিতে হবে। সেটাই হবে জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ‘জেএমবি, নব্য জেএমবি, হরকাতুল জেহাদসহ সকল জঙ্গি মুল হচ্ছে জামায়াত। বাংলাদেশের উন্নয়ন দেখে বিশ্ব যখন অবাক তাকিয়ে আছে, তখনি তাদের ষড়যন্ত্র শুরু হয়েছে, জঙ্গি আক্রমণ হচ্ছে।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাতের সভাপতিত্বে সমাবেশে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা, আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন পল্টু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

(ঢাকাটাইমস/২৫মার্চ/জিএম/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বর্তমান সরকারই ভারতীয় পণ্য: গয়েশ্বর 

বিএনপি নেতাদের বানোয়াট কথা শুনে জিয়াউর রহমান কবরে শুয়ে লজ্জা পায়: পররাষ্ট্রমন্ত্রী

আ.লীগ বিদেশিদের দাসত্ব করে না: ওবায়দুল কাদের 

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :