গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে সাংবাদিকদের গণস্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ মার্চ ২০১৭, ২০:০৩
ফাইল ছবি

২৫ মার্চ গণহত্যা দিবস ঘোষণার সমর্থনে ও দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে সাংবাদিকদের গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিএইজে) আয়োজনে শনিবার ঢাকায় এই গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা. ৭১-এর শহীদ মুক্তিযোদ্ধা এবং এবং ৫ মার্চ ৭১ কালরাতে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় ইকবাল সোবহান চৌধুরী বলেন, গণহত্যা দিবসে আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে এ গণস্বাক্ষর কর্মসূচি জাতিকে নতুন বার্তা দেবে। এ উদ্যোগের মাধ্যমে সাংবাদিক সমাজ নতুন এক ইতিহাসের জন্ম দিল।

বিশেষ অতিথি বিএফইউজে মহাসচিব ওমর ফারুক বলেন, গণহত্যা দিবস পালনের কারণে পাকিস্তানি হায়েনাদের আজীবন ঘৃণার চোখে দেখবে বিশ্ববাসী।

সম্মানিত অতিথি বিএফইউজের সাবেক মহাসচিব ও ডিইউজের সাবেক সভাপতি এম শাহজাহান মিয়া বলেন, সাংবাদিকদের গণস্বাক্ষর কর্মসূচি ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।

ডিইউজে সভাপতি শাবান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী। বক্তব্য দেন ডিইউজের সাবেক দপ্তর সম্পাদক বরুন ভৌমিক নয়ন, নির্বাহী পরিষদ সদস্য মাহমুদুর রহমান খোকন, দুলাল খান, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দি নিউ নেশনের ইউনিট চিফ হেমায়েত হোসেন, সিনিয়র সাংবাদিক মহসীন আল আব্বাস, মৃণাল চক্রবর্তী প্রমুখ।

আগাম ১৫ এপ্রিল পর্যন্ত এ গণস্বাক্ষর কর্মসূচি চলবে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের সাংবাদিকরা এই কর্মসূচিতে অংশ নেবেন।

(ঢাকাটাইমস/২৫মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

বিশ্ববিদ্যালয়ের ১০ সাংবাদিককে বহিষ্কারের নিন্দা বিএফইউজের

ডিইউজে নির্বাচন: সোহেল-তপু সভাপতি, আকতার সম্পাদক

ঈর্ষান্বিত ও উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হচ্ছে ঢাকা টাইমস সম্পাদককে

শেরপুরের সাংবাদিক রানাকে কারাদণ্ডে সম্পাদক পরিষদের উদ্বেগ

নকলায় সাংবাদিককে কারাদণ্ড: আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :