জনতার অর্থায়নে নাগেশ্বরীতে হচ্ছে মুক্তিযুদ্ধ ভাস্কর্য

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ মার্চ ২০১৭, ২০:০২

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনগণের টাকায় নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য। এজন্য ব্যয় ধরা হয়েছে ৫০ লক্ষ টাকা। শনিবার ভাস্কর্যের স্মৃতি ফলক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী।

নাগেশ্বরী থানা সংলগ্ন শহীদদের বদ্ধকূপে এ ভাস্কর্য নির্মাণ করা হবে। মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্যের নকশা করেছেন ভাস্কর স্থপতি অনিক রেজা।

উপজেলা প্রশাসন এটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।

এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সরকারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, ইউএনও আবু হায়াত মো. রহমতুল্লাহ, নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ আফজালুর রহমান, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ডের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা ওসমান গণি, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সম্পাদক কাজী নাজমুল হুদা লাল, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মোস্তফা জামান, জেলা কৃষকলীগ সভাপতি মজিবর রহমান বীরবল প্রমুখ।

(ঢাকাটাইমস/২৫মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :