মাধবপুরে স্বাধীনতার অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যানকে বর্জনের ঘোষণা

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ মার্চ ২০১৭, ২২:১১ | প্রকাশিত : ২৫ মার্চ ২০১৭, ২১:২৬
ফাইল ছবি

যুদ্ধাপরাধে অভিযুক্ত পরিবারের সদস্য হওয়ায় মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহানকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বর্জনের ঘোষণা দিয়েছেন মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার স্বপক্ষের লোকেরা।একই সঙ্গে তাকে যেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না দেয়া হয় সে দাবিও জানান তারা।

উপজেলা চেয়াম্যান শাহজাহান হলেন একাত্তর সালে যুদ্ধাপরাধে দায়ের করা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি সৈয়দ মোহাম্মদ কায়সারের ছোট ভাই।

গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা তুলে দেন যুদ্ধাপরাধে সাজাপ্রাপ্ত আসামি দেলওয়ার হোসাইন সাঈদীর ছেলে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় চেয়ারম্যান মাসুদ সাঈদী।এ অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পত্রিকায় খবর প্রকাশ হয়ে। এরপর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে যুদ্ধাপরাধী পরিবারের সদস্যদের এমন অনুষ্ঠানে না আনতে নির্দেশনা দেয় সরকার।

সে মোতাবেক সিদ্ধান্ত হয় যুদ্ধাপরাধ পরিবারের কাউকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে না।

হবিগঞ্জের মুক্তিযোদ্ধারাও মাধবপুর উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সৈয়দ মোহাম্মদ শাহজাহানকে দেখতে চান না।

মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ জেলা ইউনিট কমান্ডার অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সৈয়দ মোহাম্মদ শাহজাহানকে কোনো আমন্ত্রণের সুযোগ নেই উপজেলা প্রশাসনের।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যদি তিনি সালাম গ্রহণের সুযোগ পান তা কোনোভাবেই মুক্তিযোদ্ধারা মেনে নিবে না।

মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুখলেছুর রহমান জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো নির্দেশ না বা চিঠিপত্র পাইনি। কোনো সিদ্ধান্তও নেয়া হয়নি। মুক্তিযোদ্ধারাও কোনো দাবি জানাননি বলে উল্লেখ করেন তিনি।

(ঢাকাটাইমস/২৫মার্চ/এএইচকেপি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :