খালিদ একাই লন্ডনে হামলা চালান, পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মার্চ ২০১৭, ১০:০৩

লন্ডনের ওয়েস্টমিনস্টারে হামলার পর হামলাকারীর পরিচয় নিশ্চিত হলেও তার উদ্দেশ সম্পর্কে সন্দেহ ছিল পুলিশের। এমনকি তিনি একাই হামলা চালিয়েছিলেন, নাকি এর পেছনে মদত দাতা হিসেবে কোন ব্যক্তি বা গোষ্ঠী ছিল সেটি নিশ্চিত হতে বেশ বেগ পেতে হয় পুলিশকে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, হামলাকারী খালিদ মাসুদ একাই এই হামলা চালান। এমনকি ভবিষ্যতে তার আর কোন হামলার পরিকল্পনা ছিল বলেও জানা যায়নি।

ডেপুটি অ্যাসিসটেন্ট কমিশনার নিল বাসু বলেন, ‘আমরা সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখেছি। কিন্তু তিনি কেন হঠাৎ এমনটি করলেন, সেই বিষয়ে কিছুই জানতে পারিনি।’

লন্ডনের ওয়েস্টমিনস্টারে যাওয়ার পথে মাসুদের বেপরোয়া গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান চারজন। পরে পুলিশ কর্মকর্তা কিথ পামারকে ছুরিকাঘাতে হত্যা করেন মাসুদ। একপর্যায়ে পুলিশের গুলিতে তিনিও প্রাণ হারান।

পিসি কিথ পামারের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘তার সাহসের কথা স্মরণীয় হয়ে থাকবে।’

এদিকে ব্রিটিশ এমপি টোবিয়াস ইলউড পামারের জীবন রক্ষায় ছুটে এসে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ব্যক্তি। তিনি বলেন, ‘আমি তাকে বাঁচাতে পারিনি, তবে এই মুহূর্ত ছিল সত্যি হৃদয়বিদারক।’

তদন্তকারী দল নিশ্চিত করেছে যে মাত্র ৮২ সেকেন্ডের মধ্যে ঘটে যায় লন্ডন হামলার ঘটনা।

বাসু আরও জানান, ‘আমরা এখনো নিশ্চিত যে মাসুদ একাই এই হামলার জন্য দায়ী। এছাড়া ভবিষ্যতে আর কোন সন্ত্রাসী হামলার পরিকল্পনা ছিল বলেও জানা যায়নি।’

মাসুদের সঙ্গে চেনা-জানা ছিল এমন ব্যক্তিদের পুলিশের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৬মার্চ/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :