সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৫ বস্তা চাল জব্দ

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
| আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১২:০৪ | প্রকাশিত : ২৬ মার্চ ২০১৭, ১০:১০

গাইবান্ধার সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৫ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। শনিবার রাত ১১ টার দিকে শ্রীপুর ও ছাপড়হাটি ইউনিয়নের সীমান্তবর্তী মাঠেরহাট বাজারের একটি ঘর থেকে এ চাল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল জলিল মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মাঠেরহাট বাজারে অভিযান চালানো হয়। এসময় আনিছুর রহমানের মালিকাধীন একটি ঘর থেকে ৭৫ বস্তা চাল জব্দ করা হয়।

এ ব্যাপারে মাঠেরহাট বাজারের ঘর মালিক আনিছুর রহমান বলেন, শ্রীপুর ইউনিয়নের ভেলু শেখের ছেলে ফজলা রহমান ব্যবসার জন্য তার ঘরটি ভাড়া দিয়েছেন।

সহকারী কমিশনার (ভুমি) ছামিউল আমিন বলেন, জব্দ করা চাল শ্রীপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের জিম্মায় দেয়া হয়েছে। সংশ্লিষ্ট চক্রের কোনো সদস্যকে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দোষীদের আসামি করে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৬মার্চ/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :