আমরা নই, জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে সরকার: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১৫:৩৩ | প্রকাশিত : ২৬ মার্চ ২০১৭, ১৩:১৫

বিএনপি নয়, বাংলাদেশে জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে সরকার-অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বিএনপির পৃষ্ঠপোষকতা এবং মদদের কারণে জঙ্গিরা আস্কারা পেয়েছে-আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের এমন অভিযোগের জবাবে তিনি এ কথা বলেছেন।

৪৭ তম স্বাধীনতা দিবসে রাজধানীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসনসহ দলের নেতারা। এ সময় খালেদা জিয়া সাংবাদিকদেরকে কিছু না বললেও কথা বলেন মির্জা ফখরুল।

বাংলাদেশে জঙ্গি তৎপরতা নিয়ে দুই প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করে যাচ্ছে। ক্ষমতাসীন দলের অভিযোগ, বিএনপি জঙ্গিবিরোধী অভিযানের বিরুদ্ধাচারণ করে উগ্রবাদীদের পক্ষ নিয়েছে। আর বিএনপি একাধিকবার জঙ্গিবিরোধী অভিযানকে নাটক আখ্যা দিয়ে বলেছে, তরুণদেরকে ধরে নিয়ে গিয়ে তাদেরকে জঙ্গি বানিয়ে খুন করছে সরকার।

এর মধ্যে সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির বিরুদ্ধে জঙ্গি তৎপরতায় মদদ দেয়ার অভিযোগ আনেন। তিনি বলেন, ‘এই অপশক্তির (জঙ্গি) প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। তারাই এই অপশক্তিকে মদদ দিচ্ছে। তা না হলে তারা এতটা আস্কারা পাওয়ার কথা ছিল না।’

ওবায়দুল কাদেরের এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি জঙ্গিবাদকে কখনোই প্রশ্রয় দেয় না। বরং সরকারই সুষ্ঠু তদন্ত না করে জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে।’

বিএনপি নেতা বলেন, ‘আমরা শুরু থেকেই বলে আসছিলাম, এ সমস্যা (জঙ্গিবাদ) একটি জাতীয় সমস্যা। এটিকে মোকাবেলা করতে হলে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় ঐক্যের ডাকও দিয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ সে ডাকে সাড়া দেয়নি’।

সিলেটে জঙ্গিবিরোধী সেনা অভিযান চলার সময় অভিযানস্থলের অদূরে বোমা বিস্ফোরণে ছয় জনের মৃত্যু ও ৫০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ জানান ফখরুল। তিনি বলেন, ‘সরকারকে এই পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ে তুলতেই হবে।’

(ঢাকাটাইস/২৬মার্চ/জেআর/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :