রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার আগে শহীদ মিনারে গিয়ে ফিরলেন নোমান

চট্টগ্রাম ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মার্চ ২০১৭, ১৫:৩১

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শুরুর আগেই চট্টগ্রাম শহীদ মিনারে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে ফিরতে হয়েছে বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান। তিনি বলছেন, পুলিশ অন্যায়ভাবে তাকে বাধা দিয়েছে। তবে পুলিশ জানিয়েছে, শহীদদের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানোর আগে কারও শ্রদ্ধা জানানোর নিয়ম নেই।

রবিবার ৪৭ তম স্বাধীনতা দিবসে চট্টগ্রাম নগরীর কার্যালয় নসিমন ভবনে সাংবাদিকদের কাছে শহীদ মিনার থেকে ফিরে আসার কথা জানান নোমান। তিনি জানান, গত রাতে প্রথম প্রহরে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে গিয়ের পুলিশের বাধার মুখে পড়েন। পরে ফুল না দিয়েই তিনি ফিরে আসেন।

নোমান বলেন, ‘এ জন্যই কি জীবন বাজি রেখে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি? দেশের মানুষের স্বাধীনতা পুলিশের দয়ার ওপর নির্ভর করবে।’

বিএনপি নেতা বলেন, ‘প্রতি বছরের মতো এবারও স্বাধীনতা দিবসের আগের রাতে শহীদ মিনারে আমি ফুল দিতে যাই। কিন্তু পুলিশ বলছে তারা রাতে ফুল দিতে দেবে না। পরে ফুল না দিয়েই ফিরে আসি। এতে একজন মুক্তিযোদ্ধা হিসেবে মনে কষ্ট পেয়েছি।’

এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন, ‘নোমান সাহেব শহীদ মিনারে ফুল দিতে আসেন রাত ১২টার আগ মুহূর্তে। কিন্তু সরকারিভাবে সিদ্ধান্ত হয়েছে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর আগে সারাদেশে কেউ শহীদ মিনারে ফুল দিতে পারবেন না। এটা জেনেও তিনি আগে ফুল দিতে চান। তাই বাধা দেওয়া হয়েছে।’

ইকবাল বাহার বলেন, ‘রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধার পর ফুল দেওয়া শুরু হয়। তখন তিনি ছিলেন না। আর এমতো নয় যে সবাইকে রাতে ফুল দিতে দেওয়া হয়েছে। শুধুমাত্র নোমান সাহেবকে দিতে দেওয়া হয়নি। নোমান সাহেব বিষয়টি বুঝেও না যদি না বুঝেন তাহলে পুলিশের কি করার আছে?’।

স্বাধীনতা ও জাতীয় দিবসে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শুরু হয় ভোরে। সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, জাতীয় সংসদের স্পিকার, বাংলাদেশে বিভিন্ন দেশের কূটনীতিকরা শ্রদ্ধা জানান। এরপরই স্মৃতিসৌধ সবার জন্য খুলে দেয়া হয়। যেসব এলাকায় স্মৃতিসৌধ নেই, সেসব এলাকায় সর্বসাধারণ শ্রদ্ধা জানায় শহীদ মিনারে।

ঢাকাটাইমস/২৬মার্চ/আইকে/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :