তাড়াশে স্বাধীনতার অনুষ্ঠান নিয়ে সংঘর্ষে আহত ১০

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মার্চ ২০১৭, ১৬:১৫

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে সিরাজগঞ্জের তাড়াশে সাবেক দুই ইউনিয়ন পরিষদ সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার দুপুরে তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদো সৈয়দপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল আজিজ ও রজু মাস্টারকে আটক করেছে।

মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল জানান, সাবেক দুই ইউপি সদস্য আব্দুল আজিজ ও আব্দুল আলিমের মধ্যে ধীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে শনিবার রাতে উভয় সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে রবিবার দুপুরে উভয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান সংঘর্ষের তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬মার্চ/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :