কমলনগরে আট জেলের কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মার্চ ২০১৭, ১৬:২৫

নিষিদ্ধ সময়ে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে লক্ষ্মীপুরের কমলনগরে আট জেলেকে ১৫দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার চরকালকিনি এলাকার মৃত কুট্টি বেপারীর ছেলে সফিকুল ইসলাম, মো. জসিম, নাছির আহমদের ছেলে ইব্রাহিম খলিল, মিলন মাঝির ছেলে মো. ইউছুপ, আব্দুর রবের ছেলে মো. সোহাগ, আলা উদ্দিনের ছেলে মো. রিপন, মো. খলিল উল্যাহর ছেলে মোহাম্মদ উল্যাহ ও মো. হাদিসের ছেলে মো. মুরাদ।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো আব্দুল কুদ্দুস জানান, শনিবার বিকালে উপজেলার চরকালকিনি ইউনিয়নের বাতিরখাল মাছঘাট এলাকার মেঘনা নদীতে জেলে মাছ ধরছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন, কমলনগর থানা পুলিশ ও কোস্টগার্ডের উদ্যোগে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে রাতে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের ১৫ দিন করে কারাদণ্ডের রায় দেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২৬মার্চ/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :