হ্যাজলউডের বাউন্সারে রক্ত ঝরলো ভারতীয় ব্যাটসম্যানের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১৬:৩১ | প্রকাশিত : ২৬ মার্চ ২০১৭, ১৬:২৫

ধর্মশালায় সিরিজ নির্ধারনী টেস্টে উত্তেজনা জমজমাট। ব্যাট বলের লড়াই চলছে সমানে সমান। এই উত্তেজনা পালে জোর হাওয়া লাগালেন অজি ফাস্ট বোলার জোস হ্যাজলউড। এ ফাস্ট বোলারের বাউন্সারে রক্ত ঝরলো ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুলের হাত থেকে।

ভারতীয় ইনিংসের ২৯তম ওভারের শেষ বলের ঘটনা। ব্যাট করছিলেন লোকেশ রাহুল। বোলিং প্রান্তে ছিলেন জোস হ্যাজেলউড। হ্যাজেলউডের ব্যাক অফ দ্য লেংথ বল ছুটে আসে রাহুলের শরীর লক্ষ্য করে। শেষ মুহূর্তে শরীরকে বলের আঘাত থেকে বাঁচাতে পারলেও লোকেশের গ্লাভসে আছড়ে পড়ে বল। শর্ট লেগ না থাকায় সুরক্ষিতই থাকেন রাহুল।

তবে তাঁর আঙুল কেটে গিয়ে ঝরঝর করে রক্ত পড়তে থাকে। সেই ওভারের বিরতিতে ফিজিওকে ডেকে শুশ্রুষাও করতে হয় রাহুলকে। লোকেশ রাহুল অবশ্য এর পর বেশিক্ষণ টেকেননি। পূজারা-রাহুলের ৮৭ রানের পার্টনারশিপে ব্রেক থ্রু আসে কামিন্সের বলে। ব্যক্তিগত ৬০ রানের মাথায় কামিন্সেরই শর্ট বলে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন লোকেশ রাহুল।

(ঢাকাটাইমস/২৬মার্চ/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :