ময়মনসিংহে ভুট্টার বাম্পার ফলনের আশা

ময়মনসিংহ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মার্চ ২০১৭, ১৬:৩৬

ময়মনসিংহ জেলার সর্বত্র এবার ভুট্টার বাম্পার ফলনের আশা দেখছেন কৃষকেরা। এতে জেলার উপজেলার কৃষকদের মুখে ফুটেছে খুশি আর হাসির ঝিলিক।

জেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, ফুলবাড়ীয়া, ত্রিশাল, ফুলপুর, নান্দাইল, ভালুকা , গফরগাঁও , ঈশ্বরগঞ্জ, গৌরীপুর, ধোবাউড়া, হালুয়াঘাট ও তারাকান্দা উপজেলায় সাত হাজার ৮০০ হেক্টর জমিতে চলতি বছর ভুট্টার চাষ করা হয়েছে।

উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রতি হেক্টরে সাড়ে সাত টন। যা গত বছরের তুলনায় অধিক।

জেলার উপজেলাগুলো ঘুরে দেখা গেছে, ক্ষেতে রোপিত ভুট্টার মোচা লম্বা এবং দানাও ভালো হয়েছে। কৃষকরা ভুট্টার ন্যায্য মূল্য পাবেন বলে আশা প্রকাশ করছেন ।

জেলা ও উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, সঠিক নিয়ম মেনে ভুট্টা চাষ করলে কৃষক অধিক লাভবান হবে। তারা কৃষকদের কৃষি কাজে সঠিক নিয়ম মেনে চলার পরামর্শ দেন।

(ঢাকাটাইমস/২৬মার্চ/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :