বাবার ধরিয়ে দেয়া দুই ছেলে কাউন্টার টেরোরিজমে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১৮:৪১ | প্রকাশিত : ২৬ মার্চ ২০১৭, ১৮:২৯
ছবিটি সময় টিভি থেকে নেয়া।

জঙ্গিসংশ্লিষ্টতার সন্দেহে দুই ছেলেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছেন একজন বাবা। তারা এখন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসিইউ) হেফাজতে।

শনিবার সন্ধ্যায় কাফরুল থানার পুলিশের হাতে দুই ছেলেকে তুলে দেন পূর্ব কাজীপাড়া আলমগীর হোসেন। তারা হলেন দীন ইসলাম ওরফে দিনু (২৫) ও সালমান সাজীদ (২২)। এ সময় স্থানীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, এই দুই ভাই কোনো অপরাধের সঙ্গে যুক্ত কি না সে ব্যাপারে তদন্ত করছে তারা। সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

আজ রবিবার দুপুরে ওই দুই ভাইকে জঙ্গিবিরোধী বিশেষ শাখা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের কাছে হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ।

কাফরুল থানার পুলিশের একটি সূত্র ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য নিশ্চিত করেন।

দীনু-সাজিদের বাবা আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, কোনো ধরনের ভয় বা চাপে নয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে দুই ছেলেকে পুলিশে দিয়েছেন তিনি।

আলমগীর হোসেন বলেন, সম্প্রতি তার দুই ছেলের খোঁজে বাসায় আসে র‌্যাবের সদস্যরা। সেদিনই বাড়ি ছেড়ে যান সালমান ও দীন ইসলাম। পরদিন পত্রিকা পড়ে তিনি জানতে পারেন তার ছেলে সালমান জঙ্গিবাদের সঙ্গে যুক্ত। বিষয়টি নিয়ে তার সন্দেহ হলে স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দেন তিনি।

তার দুই ছেলে মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে তার সঙ্গে ব্যবসায় যোগ দেন বলে জানান বাবা আলমগীর।

কাফরুল থানার উপপরিদর্শক সুজন ঢাকাটাইমসকে জানান, জিজ্ঞাসাবাদের জন্য তারা ওই দুই ভাইকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করেন।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মো. মাসুদুর রহমান বলেন, গোয়েন্দা পুলিশ জঙ্গি সন্দেহভাজন দুই ভাইকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের কাছে হস্তান্তর করেছে। কাউন্টার টেরোরিজম তাদের জিজ্ঞাসাবাদ করবে। জঙ্গিসংশ্লিষ্টতার কোনো তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এএ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

নাগরিক জীবনে সর্বত্রই পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার

আসন্ন বাজেটে তামাক পণ্যের দাম বৃদ্ধির দাবি

উপজেলা নির্বাচন: প্রচার-প্রচারণায় যানবাহন ব্যবহারে মানতে হবে যেসব বিধিনিষেধ

উপজেলা নির্বাচন: ভোটার স্লিপে মানতে হবে যে নির্দেশনা

বিশ্বব্যাপী সব যুদ্ধ বন্ধ করে আলোচনায় সমস্যা সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

পালিয়ে আসা সেনাসহ ২৮৮ জনকে মিয়ানমারে ফেরত পাঠাল বিজিবি

উপজেলা নির্বাচনের প্রচারে এমপি নামলে ব্যবস্থা: ইসি আলমগীর

‘মোজাম্মেল হকের বিরুদ্ধে নেমে পরিবহন চাদাঁবাজরা সরকারের আস্থাভাজন হতে চায়’

রানা প্লাজা ধসের ১১ বছরেও ক্ষতিপূরণ পাননি, কাঁদলেন শ্রমিকরা

৬ বছরে ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬৭৪, আহত ৪৭৬৫

এই বিভাগের সব খবর

শিরোনাম :