শাহজালালে সাত কেজি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মার্চ ২০১৭, ১৯:৪৫
ফাইল ছবি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে পরিত্যক্ত অবস্থায় সাত কেজি স্বর্ণের বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা।

রবিবার দুপুরে ব্যাংকক থেকে আসা একটি ফ্লাইট থেকে এই স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটককৃত স্বর্ণের মূল্য আনুমানিক পৌনে চার কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিমানবন্দরের শুল্ক বিভাগের একটি সূত্র জানিয়েছে, দুপুর পৌনে একটার দিকে ব্যাংকক থেকে আগত টিজি-৩২১ নম্বরের ফ্লাইটটি শাহজালালে অবতরণ করে। গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা দল বিমানের বিভিন্ন স্থানে তল্লাশি করে ইকোনোমি ক্লাসের ৫২ কে নম্বর সিটের কভারের নিচ থেকে এই স্বর্ণ উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ১০ তোলা করে ছয় কেজি ৯৯০ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য আনুমানিক তিন কোটি ৪৫ লাখ টাকা।

ওই সূত্রটি আরও জানিয়েছে, উদ্ধার হওয়া স্বর্ণগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ওই সিটে কোনো যাত্রী ছিল না।

জানতে চাইলে ঢাকা কাস্টমস হাউজের উপপরিচালক শামীমুর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :