ঘিওরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ঘিওর-দৌলতপুর সড়কে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম আমির হামজা (২৮)।
রবিবার বিকালে তেরশ্রী পয়লা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির হামজা দৌলতপুর উপজেলার সমেতপুর গ্রামের আবদুল মোন্নাফের ছেলে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে আমির হামজা বাড়ি থেকে মোটরসাইকেলে করে ঘিওর উপজেলা সদরে যাচ্ছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে ঘিওর-দৌলতপুর সড়কের তেরশ্রী পয়লা মোড় এলাকায় পৌঁছালে একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলসহ তিনি ছিটকে সড়কের পাশে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এর পর তাঁকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
(ঢাকাটাইমস/২৬মার্চ/ইএস)
মন্তব্য করুন