অপরিচিতার প্রেম

রবিউল সুমন
| আপডেট : ২৭ মার্চ ২০১৭, ০৯:৩৫ | প্রকাশিত : ২৭ মার্চ ২০১৭, ০৯:১২

চিলেকোঠার চূড়োয় বসে

সোনালি বাজ ডানা ঝাড়ছে।

জানালায় লেজ ঝুলিয়ে অস্তগামী

সূর্যের দিকে মুখ করে বসে আছে

একজোড়া টুনটুনি।

এসময় ক্লান্ত নহে সুস্থ

মনে মনে অসুস্থ।

অপরিচিত কোনো এক রমণীকে

মন দিয়ে ক্ষান্ত।

শেষ বিকেলে মরা আলো

উত্থাল-পাথাল হাওয়ায়

ঝিলিক মারে যার রেশমি চুল।

সন্ধ্যার পর চাঁদ উঠেনি

অন্ধকার রাত,

তারারা একের পর এক

আকাশময় ফুটে উঠেছে।

মাঝে মাঝে ভুতোম প্যাঁচা

ডেকে উঠে, ঘুম আসে না।

ভয়ে ভয়ে কেবলমাত্র

তাহার কথা স্মরণ করিয়াছি।

কিন্তু সে আজ হৃদয়ে নেই!

গতকাল বেরিয়ে গেছে?

আজই এ নিশিতে আসিবে না?

হয়তো বা অসুস্থ, শেষমেশ সুস্থ

প্রেমে আসক্ত।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :